ভোটের মধ্যে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বলে খবর। এই ঘটনায় ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে এক বিজেপি সমর্থকের মৃত্যু। মৃত মহিলার নাম রতিবালা আড়ি। এরপরই নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। ডাক দেওয়া হয়েছে বনধের।
মূলত, নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে।
অভিযোগ উঠছে, তৃণমূলের দলবল এক বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। সেই সময় ছেলেকে বাঁচাতে তাঁর মা অর্থাৎ রতিবালা আড়ি ঘটনাস্থলে ছুটে যান। সেই সময় বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর চাউর হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে।
পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমকে প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয় এলাকায়। পরে স্থানীয় বিজেপি নেতৃত্ব বনধের ডাক দেয়। পাশাপাশি নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।