২০২৪-এ দিল্লিতে সরকার গড়বে ইন্ডিয়া জোট। সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। পঞ্চম দফার ভোটের আগেই নিজের দলের অবস্থান জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার, ১৫ মে, ২০২৪
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
হোটেলে নৃত্যশিল্লীকে ধর্ষণ বোসের; রাজ্যপালের বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল
আরও বড় অস্বস্তিতে রাজ্যপাল। 'শ্লীলতাহানি' কাণ্ডের মধ্যেই যখন সিভি আনন্দ বোসের বিরুদ্ধে 'ধর্ষণে'র রিপোর্ট জমা পড়ল নবান্নে, তখন রাজ্যপালের পদত্যাগের দাবিতে এবার পথে নামছে তৃণমূল শিক্ষা সেল। রাজভবন অভিযানে ডাক দেওয়া হল আগামী ১৭ মে।
লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে।
এদিকে দিল্লিতে গিয়ে রাজ্যপাল নিজে অবশ্য উঠেছিলেন বঙ্গভবনে। এরপর কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করেন যান তিনি। তখনই নাকি ওই মহিলাকে ধর্ষণ করা হয়! কবে? গত বছরের জানুয়ারিতে। এরপর অক্টোবরে রিপোর্ট জমা পড়ে নবান্নে। নবান্নের নির্দেশে অনুসন্ধানে নামে কলকাতা পুলিস। অনুসন্ধান শেষ। দিন কয়েক আগে পুলিস কমিশনাকে রিপোর্ট দিয়েছেন অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত ডিসি পদমর্যাদার পুলিস আধিকারিকরা। শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবক।
নিয়োগ মামলায় জামিন পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা!
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এদিন জামিন পেলেন। এ দিন বড়ঞার তৃণমূল বিধায়কের জামিনের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারির প্রায় ১৩ মাস বাদে জামিন পেলেন তিনি৷ অভিযোগ উঠেছিল, সিবিআই-এর তল্লাশি অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। সেই মোবাইল খুঁজতে তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে ফেলেছিল সিবিআই।
শীর্ষ আদালতের নির্দেশে লোকসভা নির্বাচনের মধ্যেই কিছুটা স্বস্তির হাওয়া শাসক দলে।
সোমবার, ১৩ মে, ২০২৪
প্রবল বিক্ষোভের মুখে দিলীপ;গো ব্যাক স্লোগান
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছতেই উত্তেজনা ছড়াল দুর্গাপুরের তুল্লা বাজার এলাকায়। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই খবর নিয়ে এলাকায় আগেই উত্তেজনা ছিল।
SSCর 'অযোগ্য' দের এবার ডাকা শুরু সিবিআইয়ের!
'অযোগ্য' শিক্ষকদের এবার তলব করতে শুরু করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। 'কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেলেন?', 'কাকে টাকা দিলেন?', এরকমই সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখে এবার পড়তে হতে পারে 'অযোগ্য' দের।
প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট!
সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশের পাশাপাশি প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা সিবিএসই-র দশম শ্রেণির ফলাফলও। খুবই তাৎপর্যপপূর্ণ যে, সার্বিক পাশের হারে ছেলেদের তুলনায় ফের এগিয়ে মেয়েরা।
এ বছর দশম শ্রেণির পরীক্ষায় সার্বিক পাশের হার ৯৩.৬০ শতাংশ। ২০২৩ সালে মোট পাশের হার ছিল ৯৩.১২ শতাংশ। সার্বিক পাশের হার বৃ্দ্ধি পেয়েছে ০.৪৮ শতাংশ। ২০২৪-এ ছাত্রীদের পাশের হার শতাংশের হিসেবে ৯৪.৭৫। আর ছাত্রদের পাশের হার ৯২.৭১ শতাংশ। ২০২৩ সালে ছাত্রীদের পাশের হার ছিল ৯৪.২৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ছিল ৯২.২৭ শতাংশ। দেশের মধ্যে পাশের হারের নিরিখে প্রথম স্থানে তিরুবনন্তপুরম।
তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রচারে বাধা বিজেপির; পাল্টা প্রতিরোধ গড়ে সিপিএম
ভোটের প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হলেন তমলুকের বাম ও কংগ্রেস জোটের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সোমবার সকালে ঘটনটি ঘটেছে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামের একটি এলাকায়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে স্থানীয় বিজেপির নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে। যদিও গেরুয়া শিবিরে তরফে এটা গ্রামবাসীদের বিক্ষোভ বলে দাবি করা হয়েছে।