নির্বাচনের মুখে এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
সোমবার, ১৩ মে, ২০২৪
রবিবার, ১২ মে, ২০২৪
তৃণমূল নেতাদের মাটিতে ফেলে মার; ভাইরাল ভিডিও ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি
স্টিং ভিডিও নিয়ে বিতর্কের মাঝে সন্দেশখালিতে ফের নতুন করে অশান্তি। প্রথমে সন্দেশখালি থানার সামনে অবস্থান। পরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করা হয়।
এর পর মমতা? বিস্ফোরক কেজরিওয়াল
গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদামি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর চাঞ্চল্যকর দাবি, এবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন।
শুক্রবার, ১০ মে, ২০২৪
সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি!
লাগাতার বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। আর এবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
'ওই মানুষটিকে আমি গদ্দার বলতে চাই না'; শুভেন্দু প্রসঙ্গে দেব
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'গদ্দার' বলতে নারাজ ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। তিনি বলেন, "আমি মনে ক রি না আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে।" প্রচারের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু প্রসঙ্গে এদিন দেব বলেন, "ওই মানুষটি আমাকে ২০১৪ , ২০১৯ এ এলাকা ঘুরিয়েছিল। আজ যেমন হিরণকে নিয়ে ঘুরছেন। আমার নির্বাচন ফান্ড করেছে।
অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীবাল!
লোকসভা নির্বাচনের মাঝে কিছুটা স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হল আপ সুপ্রিমোকে। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। ভোটের প্রচারে যাতে কেজরীবাল যোগ দিতে পারেন, তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শীর্ষ আদালত। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হবে।
আইনজীবী শাদান ফারাসত জানিয়েছেন, জামিনে থাকাকালীন কেজরীবাল কী বলবেন না বলবেন, তা নিয়ে কোনও বিশেষ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামিকাল, শনিবার সকাল থেকে তিনি যাতে প্রচারের কাজ শুরু করতে পারে, সেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করল আপ।
বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে করা মামলা খারিজ!
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে যে মামলা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ওই মামলা খারিজ করে দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে রাজ্যের উদ্দেশে শীর্ষ আদালতের মন্তব্য, "এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না।" তবে পুলিশের স্ট্যাটাস রিপোর্ট এবং চার্জশিট নিয়ে কোনও মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট।
জিজ্ঞাসাবাদের পর আইনজীবী প্রতাপচন্দ্র দে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন। চিঠির ছত্রে ছত্রে সিআইডি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কুকথা বলার পাশাপাশি, মানসিক অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন আইনজীবী। আইনজীবী প্রতাপচন্দ্র দে-র অভিযোগ ছিল, তাঁকে মোটা অঙ্কের টাকা, দামী গাড়ি, বাড়ি-সহ আরও বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়।
বিচারপতির স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করেন তিনি। এক বিধবা মহিলা দাবি করেন, আত্মীয়দের বিরুদ্ধে করা মামলায় তাঁর ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন ওই আইনজীবী। তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করার অভিযোগও জানিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না। তবে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ, এমনটাই বলেছিল শীর্ষ আদালত।