রাজ্যে এবার দুই মেরুর নির্বাচন হচ্ছে না। গোটা দেশে বামপন্থীরা ঘুরে দাঁড়াবে। বাংলাতেও শূন্যের গেরো কেটে বামেরা ঘুরে দাঁড়াবে বলে আশার আলো দেখছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেসের আসন সংখ্যা 'জিরো'।
শনিবার, ৪ মে, ২০২৪
ফের দলে কামব্যাক কুণালের? পড়ুন
আরও একটি কামব্যাক ঘটিয়ে ফেলতে চলেছেন কুণাল ঘোষ? শুক্রবার দুপুর থেকে যার সলতে পাকানো শুরু হয়েছিল, তা পরিণতিতে পৌঁছচ্ছে শনিবার দুপুরে। দলের অন্দরে কুণালের অন্যতম বন্ধু ব্রাত্য বসুর মধ্যস্থতার ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে বৈঠকে বসেছেন কুণাল। উভয়পক্ষেরই আশা— সংঘাত মিটে গিয়ে আবার ঐক্যের ছবি দেখা দেবে।
যৌন হেনস্থার অভিযোগ; রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এখনও লিখিত অভিযোগ হয়নি। তবে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট জনের তদন্তকারী ওই দলের তরফে রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে খবর। পুলিশের একটি সূত্রে খবর, রাজভবনের ওসির কাছে এ নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে শুক্রবার।
কমবে তাপমাত্রা, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
রাজ্যে হাওয়া বদল। প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি।
শুক্রবার, ৩ মে, ২০২৪
তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাচ্ছে দক্ষিণবঙ্গ!
এবার দহনজ্বালা থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ। এমন সুখবর এল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। তেমন কোনও পূর্বাভাস নেই।
এই দহনজ্বালার মধ্যে সোমবার থেকে কী ভাবে তাপপ্রবাহ বন্ধ হওয়ার কথা জানাচ্ছে হাওয়া অফিস? আবহাওয়া দফতরের ব্যাখ্যা, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায়। আবহাওয়া দফতর মনে করছে, এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশে শ্লীলতাহানি'র অভিযোগ রাজভবন কর্মীর!
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে 'শ্লীলতাহানি'র অভিযোগ তুললেন এক মহিলা। পুলিশের কাছে তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করেন। ওই মহিলা বৃহস্পতিবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী হেয়ার স্ট্রিট থানায় এসেছেন। লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন থানায়। রয়েছেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়।
তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ কুণাল!
এ বার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়ল সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষের নাম। আগামী ২০ মে, লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য তারকা প্রচারকের একটি তালিকা নির্বাচন কমিশনে দিয়েছে শাসকদল।