শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
চাপে তৃণমূলের বহু নেতা; পাহাড়ে শিক্ষক নিয়োগের মামলায় ধাক্কা খেল রাজ্য; সিবিআই তদন্তের নির্দেশ বহাল
নির্বাচনের মধ্যে আরও চাপে রাজ্য সরকার। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি'র মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছিল বলে আদালত সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকালে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। জিটিএ আওতাভুক্ত এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি'র বেশ কিছু অভিযোগে সিবিআইকে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। ২৫ এপ্রিল এই সংক্রান্ত রিপোর্ট আদালতে দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই উচ্চতর বেঞ্চে যায় রাজ্য।
উল্লেখ্য, জিটিএ মামলাতেই কিছু দিন আগে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নাম রয়েছে। সেই মামলাতেই সিবিআই তদন্ত বহাল রাখল আদালত।
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
যে কোনও বাস যে কোনও পথে চলতে পারে না: আদালত
নির্দিষ্ট রুট ভেঙে ভিন্ন পথে বাস চললে প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে। বৃহস্পতিবার এমন কড়া নির্দেশই দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হাই কোর্টের নির্দেশ থাকার পরেও নির্দিষ্ট রুটে বাস চলছে না। ওই সব ক্ষেত্রে শুধু শো-কজ বা জরিমানা করেই থেমে থাকলে চলবে না, প্রয়োজনে লাইসেন্স বাতিল করে দিতে হবে।
নির্বাচনের মুখে বড় ধাক্কা; এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্তের সংখ্যা শতাধিক
নির্বাচনের ঠিক মুখে এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করল ইডি। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বড় খবর! উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু মে মাস থেকে; জারি বিজ্ঞপ্তি
এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানান হয়েছে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।
ভাঙড়ে দলের আহ্বায়ক পদ থেকে আরাবুল ইসলামকে সরিয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব!
একটা সময়ে ভাঙড়ের রাজনীতিতে তাঁর ওপরেই নির্ভর করতেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। সেই আরাবুল ইসলামকেই দলের সব সাংগঠনিক পদ থেকে সরিয়ে দিলেন শাসকদলের শীর্ষনেতৃত্ব।
তাপপ্রবাহের জের; টানা ছুটিঘোষণা সরকারি স্কুলে
তীব্র দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনা হল। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই ছুটির খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যর কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ব্যতীত অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি থাকবে।