মাধ্যমিকের আগেই কি উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হতে পারে।
শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
ক্ষমাপ্রার্থী শেখ শাহজাহান; ইডির কাছে দুঃখপ্রকাশ
অবশেষে ইডির কাছে ক্ষমাপ্রার্থী শেখ শাহজাহান। ইডি অভিযানে হামলার ঘটনায় ইডি অফিসারদের কাছে দুঃখপ্রকাশ শেখ শাহজাহানের। তবে দুঃখপ্রকাশ করলেও তিনি হামলার সঙ্গে যুক্ত ছিলেন না। জিজ্ঞাসাবাদের সময় এক তদন্তকারী আধিকারিকের কাছে এমনই দাবি করেছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের বাড়িতে যেদিন ইডি আধিকারিকরা তল্লাশি করতে যান ও ঘটনা ঘটে, সেই প্রসঙ্গে তিনি কিছুই জানতেন না বা মারধর করার নিদানও তিনি দেননি। দাবি শেখ শাহজাহানের।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে তাদের তাড়া করে জনতা। শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি অফিসাররা। ইডি অফিসারদের গাড়ি ভাঙচুর করা হয়। মারধর করা হয় তাঁদের। মাথা ফাটে ইডি অফিসারদের। এমনকি ইডি অফিসারদের হাতে থাকে ফাইল, ল্যাপটপও ছিনতাই করে নেয়। সেই ঘটনার ৫৬ দিনের মাথায় মিনাখাঁ থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান। ইতিমধ্যে শেখ শাহজাহানের ১২ কোটি ৭৮ লাখ চাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাড়ি, জমি, ভেড়ি-সহ একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্ত সংস্থা মনে করছে, শাহজাহানের যে সম্পত্তি, তার সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে। রেশন দুর্নীতির টাকা তার কাছে গিয়েছে।
এখন বুধবার সন্দেশখালির সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয়, সেখানকার মানুষ তাদের অভিযোগ সরাসরি সিবিআই-কে জানাতে পারবে। সিবিআই-কে পোর্টাল তৈরি করতে হবে। জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই।
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
রেশন দুর্নীতিতে বিশ্বজিৎ বসুর নাম! আলোচনায় ৩৫০ কোটি! পড়ুন
রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। এই তৃতীয় চার্জশিটে থাকছে ব্যবসায়ী বিশ্বজিৎ বসুর নাম। ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নগদ রেশন বন্টন দুর্নীতি মামলায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চার্জশিটে সেই বিষয়ে উল্লেখ থাকতে চলেছে।
ইডি সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের এজেন্ট মারফত বিশ্বজিৎ বসুর কাছে টাকা পৌঁছে যেত।
কড়া পদক্ষেপ রাজ্যের; পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে FIR রাজ্যের
পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং-সহ একাধিক তৃণমূল নেতার। নিয়োগ মামলায় এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হল।
বছর দুয়েক আগে গত ২০২২ সালে জিটিএর অধীন একাধিক স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। জিটিএ-র মুখ্য কার্যনিবাহী আধিকারিক অনীত থাপা এবং বিনয় তামাংয়ের বিরুদ্ধে অভিযোগ তাঁরা বেআইনিভাবে টাকার বিনিময়ে অন্তত ৫০০ শিক্ষক নিয়োগ করেছেন। তারই প্রতিবাদে গর্জে ওঠে 'গোর্খা আনএমপ্লয়েড প্রাইমারি ট্রেইনড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'।
বিধাননগর উত্তর থানার আইসিকে সরাসরি বিচারপতি বলেন, "আপনার কাজ খুব একটা কঠিন ছিল না। কমিশনার অফ স্কুল এডুকেশন আপনাকে এফআইআর করতে বলেছিলেন। আপনি যদি কাউকে আড়াল করতে চান, সেটা আপনার বিষয়। অভিযোগপত্র দেখেছেন? এখানে বিনয় তামাংয়ের নাম আছে। দেখেছেন? আপনি এফআইআর করলেন না কেন? আপনার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ কেন করা হবে না?" মঙ্গলবারই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এর পর বুধবার এফআইআর করে পুলিশ। সূত্রের খবর, পার্থ ছাড়াও এফআইআরে নাম রয়েছে জিটিএ নেতা বিনয় তামাং-সহ সাতজনের।
'আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়!' : মুখ্যমন্ত্রী
এদিন রেড রোডের নমাজেও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি ইস্যু।একের পর এক তোপ দাগলেন এনআইএ-ইডি-সিবিআই নিয়েও। মমতার সাফ বার্তা, "এজেন্সিকে ভয় পাই না। প্রাণ থাকতে বাংলা এনআরসি, সিএএ হতে দেব না।" শেষে মমতার হুঁশিয়ারি, "আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।"
বৃহস্পতিবার খুশির ইদ। সকালেই রেড রোডে নমাজের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই অভিন্ন দেওয়ানি বিধি থেকে সিএএ-এনআরসি বিরোধী কড়া বার্তা দিলেন মমতা। এমনকী, 'এজেন্সি-রাজ।
শাহজাহান বলছেন, 'ইডি হলে সবচেয়ে ভালো'!
হঠাৎই উলটো সুর শেখ শাহজাহানের গলাতে। এদিন সন্দেশখালিতে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন শেখ শাহজাহান। বললেন,"সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে।" শুধু তাই নয়, 'ইডি তদন্ত হলে সবচেয়ে ভালো হবে'।
বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আদালতের নির্দেশ মতো এদিন তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বের করা হয়। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
উত্তরবঙ্গে বিজেপির প্রচারে মিঠুন!
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার ভোট প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী। লোকসভা ভোট প্রচার এবার উত্তরবঙ্গ দিয়ে শুরু করছেন মহাগুরু। আগামী রবিবার, ১৪ এপ্রিল থেকে শুরু করে টানা তিন দিনের উত্তরবঙ্গ সফরে মহাগুরু।আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো এবং সভা করবেন মিঠুন। করবেন সাংগঠনিক বৈঠকও বলে বিজেপি সূত্রের খবর।