নির্বাচনের মুখে ফের রাজভবনকে কড়া চিঠি উচ্চশিক্ষা দফতরের। উপাচার্য নিয়োগ নিয়ে একাধিক কড়া দাবি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। গত মার্চ মাসে রাজ্যপাল তথা আচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মনীশ জৈন এবং অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি এই বিষয় নিয়েই রাজভবনে বৈঠক হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোতাবেক দ্রুত ৩১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে পদক্ষেপ করুক রাজ্যপাল।
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা বামেদের; তন্ময়েই ভরসা রাখল সিপিএম
রাজ্যের আরও একটি লোকসভা এবং বরানগর কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এর পাশাপাশি বারাসত কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীও বদল করা হয়েছে।
বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়নগর লোকসভা কেন্দ্র থেকে লড়বেন আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। অন্যদিকে বারাসত কেন্দ্রে এর আগে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে প্রবীর ঘোষের নাম ঘোষণা করা হলেও তাঁর বদলে প্রার্থী হচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়।
অন্যদিকে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য সিপিএম প্রার্থী হচ্ছেন তন্ময় ভট্টাচার্য।
নির্বাচনের মুখে বড় খবর; সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ
এবার সন্দেশখালির জমি জবরদখল, মহিলাদের উপর অত্যাচার সম্পর্কিত সব অভিযোগের তদন্ত করবে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে তদন্ত হবে আদালতের নজরদারিতে। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। সেদিনই তদন্তের রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্দেশখালি নিয়ে কলকাতা হাই কোর্টে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
ফের স্কুল-কলেজে সরকারি ছুটি ঘোষণা, কবে? পড়ুন
নির্বাচনের মুখে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার রাম নবমীতেও ছুটি। নতুন ছুটির ঘোষণা করল রাজ্য। আগামী ১৭ এপ্রিল, বুধবার রাম নবমী পড়ছে। আর সেই ১৭ এপ্রিল রাজ্য সরকারের সব অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। নির্দেশিকা দিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ছুটির তালিকা দেওয়া ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
আদালতে জোর ধাক্কা; জেলেই থাকছেন কেজরিওয়াল
দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডি তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এ দিন কেজরিওয়ালের সেই আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ছিল ইডি।
দিল্লি হাইকোর্টের এই নির্দেশের পর আপাতত আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে৷
এ দিনও কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে যদিও এই যুক্তি মানতে চাননি বিচারপতিরা।
বাম আমলে প্রাথমিকের ৪০০ জন প্রার্থীকে চাকরি দিতে হবে তিন মাসের মধ্যে!
নির্বাচনের মুখে বড় ধাক্কা। বাম আমলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪০০ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যত মামলা দায়ের হয়েছে, সকলকে চাকরি দিতে হবে। তিন মাসের মধ্যে মামলাকারীদের সকলকে চাকরি দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। হাওড়ার জেলা স্কুল পরিদর্শককে ওই চাকরি দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৯ সালে প্রাথমিকে ১,৮২৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তৎকালীন বাম সরকার। ২০১০ সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পরের বছর অর্থাৎ, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল।
পরে ওই একই অভিযোগে একাধিক মামলা দায়ের হয় হাই কোর্টে। গত বছর কয়েক জন মামলাকারীকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি মান্থা নির্দেশ দেন, আগামী তিন মাসের মধ্যে সব মামলাকারীকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ কবে? পড়ুন
এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে। পর্ষদ সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। এবার অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার দরুণ অনেক কম সময়েই প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে।