বঙ্গে গরমকালে গরমের ছুটি স্বাভাবিক বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে গ্রীষ্মের শুরুতেই প্রায় নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে গরমের ছুটি— বিশেষত রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে।
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
ভূপতিনগর ইস্যুতে কমিশনে ধরনা, তৃণমূল নেতাদের টেনে হিঁচড়ে তুলে দিল দিল্লি পুলিশ
এনআইএ, সিবিআই, ইডি এবং আয়কর দপ্তরের ডিরেক্টর এখনই বদল করুক নির্বাচন কমিশন। এই দাবিতে সোমবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেন তৃণমূলের ১০ সদস্য। ২৪ ঘণ্টার জন্য তাঁরা শান্তিপূর্ণ ধরনা দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ধরনার বসার মিনিট পনেরোর মধ্যে দিল্লি পুলিশ তাঁদের তুলে দেয়। অভিযোগ, তৃণমূল সাংসদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। আটক করা হয় সাংসদদের। বাসে চাপিয়ে তাদের মন্দিরমার্গ থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ।
এই ঘটনার সূত্রপাত ৬ মার্চ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে ২ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এনআইএ। রাতেই অভিযুক্তদের বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারীরা। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে তদন্তকারীদের পথ আটকায় স্থানীয়রা। গাড়ির কাঁচ ভাঙে।
হাতে প্ল্যাকার্ড নিয়ে ধরনা শুরু করেন তৃণমূলের ১০ সদস্য। প্ল্যাকার্ডে লেখা, এনআইএ, সিবিআই, ইডি এবং আয়কর দপ্তরের ডিরেক্টরের বদল চাই। এর ১৫ মিনিটের মধ্যে দিল্লি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রথমে বুঝিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় রীতিমতো টেনে হিঁচড়ে তৃণমূল সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তোলা হয় দুটি বাসে। সূত্রের দাবি, তাদের মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয়। যখন তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কেন্দ্রী বিরোধী স্লোগান দিতে শুরু করেন বিদায়ী সাংসদরা।
NIA-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের!
এবার বিজেপি-এনআইএ-র চক্রান্ত ফাঁস! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ভূপতিনগর পৌঁছলেন, সেখানকার মহিলাদের অভিযোগ তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে।
তাঁরা সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, 'এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তদন্ত ও অভিযানের নামে তাঁদের উপর যে কী ভয়ঙ্কর অত্যাচার করেছেন, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের নেতৃত্বের সামনে তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিশেষ করে সেখানকার মহিলারা।'
ভূপতিনগরের বাসিন্দা মহিলাদের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই মহিলাদের অভিযোগ, সিআইএসএফ এবং এনআইএ আধিকারিকরা ভোর-রাতে জোর করে তাঁদের ঘরের ভিতর ঢুকে পড়েন। তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, শারীরিক নিগ্রহ করেন এবং শ্লীলতাহানি করেন।
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
মাধ্যমিক ২০২৪-এর ফলাফল প্রকাশ কবে?
দেশজুড়ে লোকসভা নির্বাচনের মোহড়া চলছে। রাজ্যে ৭ দফায় হবে ভোটগ্রহণ। এমন আবহে লক্ষ লক্ষ পড়ুয়া অপেক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের।
এবার বঙ্গে ভোটপ্রচারে অমিত শাহ!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার বঙ্গের ভোটপ্রচারে আসছেন অমিত শাহ। আগামী সপ্তাহেই তিনি আসছেন বাংলায়। বিজেপি সূত্রে খবর, আগামী ১০ তারিখ উত্তরবঙ্গ দিয়ে শুরু করবেন ভোটের প্রচার। বালুরঘাটের দলীয় প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সেখানে সভা করার কথা অমিত শাহর। উনিশের নির্বাচনে সুকান্তর হাত ধরেই বালুরঘাটের দখল নিয়েছিল বিজেপি।
যদিও ইতিমধ্যে বঙ্গে প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ি, কোচবিহারে আলাদা সভা করে উত্তরবঙ্গের তিন কেন্দ্রের দলীয় প্রার্থী জয়ন্তকুমার রায়, নিশীথ প্রামাণিক ও মনোজ টিগ্গার হয়ে প্রচার করেছেন। রবিবার ফের জলপাইগুড়িতে আসবেন মোদি। আর আগামী বুধবার বালুরঘাট থেকে বঙ্গের ভোটপ্রচার শুরু করবেন অমিত শাহ। আবার ১২ তারিখ রাজ্যে আসবেন মোদি। বাংলা থেকে আসনবৃদ্ধির লক্ষ্যে এভাবেই প্রচার কর্মসূচি সাজিয়েছে দিল্লির বিজেপি নেতৃত্ব।
নির্বাচনের মুখে এনআইএ আক্রান্ত বাংলায়!
সম্প্রতি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ওই নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি আধিকারিকরা। শনিবার সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে আনল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে শনিবার সকালে হামলার মুখে পড়েন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকেরা।
দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি!
প্রচার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়ের গাড়ি। শনিবার সন্ধ্যায় তাঁর গাড়িতে একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে বলে অভিযোগ তৃণমূলের। পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারা হয়। সে সময় ভিতরে বসেছিলেন সৌগত রায়। অল্পের জন্য বড় বিপদ থেকে তিনি রেহাই পান বলে খবর। ইতিমধ্যে ম্যাটাডরটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। শনিবার সোদপুরের এইচবি টাউনের সামনে ঘটনাটি ঘটেছে। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের এবারেরও প্রার্থী সৌগত রায়।