এপ্রিলের শুরু থেকে অসহনীয় গরম। দিল্লির মৌসম ভবন বলেছে এবার গরমে হবে তীব্র দাবদাহ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে তাপপ্রবাহত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
অনুব্রতর পাশে দাঁড়িয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক!
অনুব্রতহীন বীরভূমে গিয়ে একাধিক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বারে অনুব্রত উপস্থিতি ছাড়াই লোকসভা নির্বাচন, কেউ কেউ সে জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গও সামনে এনেছেন। তার মধ্যেই এক কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, প্রধানমন্ত্রীর রাজ্যসফর নিয়েও এ দিন আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীসভায় বিস্তারিত আলোচনা করেন দলের সাংগঠনিক ও নির্বাচনী কৌশল নিয়েও।
প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রী কাল আসছেন, আসুন। কিন্তু পারলে শ্বেতপত্র নিয়ে আসেন৷ ২০১৭-১৮ থেকে ১০০ দিনের কাজের টাকা যতটাকা আশ্বাস দিয়েছেন, তার মধ্যে বাস্তবে কত টাকা দিয়েছেন?
এর পরেই অনুব্রত প্রসঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূমে এ বারও লোকসভা নির্বাচনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই৷ সেখানেই অনুব্রতকে নিয়ে কর্মিসভায় বিশাল বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বীরভূম ও বোলপুরে আরও বেশি ভোটে টিএমসি জিতবে৷ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব দলে নেই। অনুব্রত মণ্ডল যদি বিজেপি জয়েন করত, তা হলে জেলে যেতে হত না।'
খোলা আছে বিজেপির দ্বার..., এদিন ইঙ্গিতপূর্ণ পোস্ট মহুয়ার
তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে পিএমএলএ ধারায় নতুন করে মামলা করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। এর পরই নিজের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷ সমাজমাধ্যমে করা এই পোস্টে মহুয়ার আশঙ্কা, গ্রেফতার করে হয়তো তাঁকেও তিহাড় জেলে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।
এ দিন সকালে এক্স হ্যান্ডেলে হিন্দিতে এই পোস্ট করেন মহুয়া।
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ অধীরের
নির্বাচনের মুখে তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী। বহরমপুর হারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ১৯৯৯ থেকে টানা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
সোমবার, ১ এপ্রিল, ২০২৪
শাহজাহানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ইডির!
আদিবাসীদের জমি দখল করতেন শাহজাহান শেখ। তার পর টাকার বিনিময়ে সেই জমি অন্যদের ব্যবহার করতে দিতেন! আদালতে এমন চাঞ্চল্যকর দাবিই করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই কালো টাকা কী ভাবে সাদা করা হত, তা-ও আদালতে জানিয়েছে ইডি। তাদের তরফে শাহজাহানকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে। ইডির দাবি, দেশের স্বার্থে, সন্দেশখালির মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। শাহজাহানকে ইডির হেফাজতে পাঠিয়েছে।
সোমবার ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও দাবি করেছে, সন্দেশখালিতে সিন্ডিকেট চালাতেন শাহজাহান। সেই সিন্ডিকেটের কিংপিন তিনি নিজেই। শাহজাহানের ঘনিষ্ঠদের এই সিন্ডিকেটের সদস্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। শাহজাহান-ঘনিষ্ঠ কিছু মানুষ নিজেদের ভেড়ির মালিক দেখিয়েও উপার্জন করেছেন বলে দাবি ইডির। তাদের আরও দাবি, জমি দখলের কালো টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করা হত। টাকাটা চিংড়ি ব্যবসার লেনদেন হিসাবে দেখানো হত। সেই ব্যবসা শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামাঙ্কিত। ইডির দাবি, চিংড়ি বেচা-কেনা করে দুর্নীতির টাকা নয়ছয় করা হয়েছে।
অন্য দিকে, ইডি যে ভাবে শাহজাহানকে গ্রেফতার করেছে, তার বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন শাহজাহানের আইনজীবী জাকির।
সেলিমের প্রচারে সেই মধু; ধেয়ে এল কটাক্ষ; কী বললেন সেলিম
মুর্শিদাবাদের বামকর্মীদের স্মৃতিতে এখনও টাটকা 'নির্বাচনী অত্যাচার'। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের উপর সন্ত্রাস এবং অত্যাচারের অভিযোগ এনেছিল বামেরা। সিপিএমের অভিযোগ ছিল, মুর্শিদাবাদের ওই অত্যাচারের নেতৃত্বে ছিলেন মোশারফ হোসেন।
হরিহরপাড়া বিধানসভা এলাকার রাজনীতিতে এক সময় 'বেতাজ বাদশা' ছিলেন মধু। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মধুর অত্যাচারে ঘরছাড়া হয়েছিলেন বহু বামকর্মী, এমনও অভিযোগও ছিল। তাঁদের দলীয় প্রার্থীর প্রচারে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে আবার কংগ্রেসে ফেরত মধুকে দেখে তাই হতাশ বাম কর্মী এবং সমর্থকদের একাংশ। সিপিএমের একটি সূত্রে খবর, এ নিয়ে স্থানীয় নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা। তবে সেলিমের দাবি, "বাম-কংগ্রেস জোট মানুষ সাদরে গ্রহণ করেছেন। দলীয় কর্মীদের এ নিয়ে কোনও মাথাব্যথা নেই।" তাঁর দাবি, সংবাদমাধ্যম ‘অতি উৎসাহ’ দেখাচ্ছে এ নিয়ে। রবিবার 'বিতর্কিত' মোশারফ ওরফে মধুকে নিয়ে চুটিয়ে ভোটের প্রচার করেছেন তিনি।
বড় খবর; গরমের ছুটি ঘোষণা রাজ্যের
৬ মে থেকে রাজ্যে গরমের ছুটি। মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।