অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন কী ভাবে গ্রেফতার? প্রশ্ন তুলে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণ বিধি চলাকালীন কী ভাবে গ্রেফতার? ইন্ডিয়া জোটের তরফে আজ নির্বাচন কমিশনে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লিখে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফে ইন্ডিয়া জোটের হয়ে নির্বাচন কমিশনে যাবে নাদিমুল হক ও ডেরেক ও ব্রায়েন। "বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে ইডি,সিবিআই দিয়ে?" প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, "আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করছি। আমার অটল সমর্থন ও সংহতি জানাতে আমি ব্যক্তিগতভাবে শ্রীমতি সুনীতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছি।