আনুষ্ঠানিক ভাবে এখনও প্রার্থিতালিকা এখনও ঘোষণা হয়নি। বামেদের সঙ্গে এখনও আসনরফাও হয়নি পুরোপুরি। এমন আবহে দিল্লিবাড়ির লড়াইয়ে বাংলায় কোথায় কোথায় দল প্রার্থী দিতে পারে, তার ইঙ্গিত দিয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রত্যাশিত ভাবেই বহরমপুর থেকে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়ে অধীরের ইঙ্গিত, বাংলায় ১২টি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস। আসনরফার প্রশ্নে বাম শরিকদের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করলেন অধীর। বামেদের সঙ্গে কংগ্রেসের আসনরফা ও প্রার্থী ঘোষণা কেন এখনও হল না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
বুধবার, ২০ মার্চ, ২০২৪
রেকর্ড কলকাতায়; ৫৪ বছরে মার্চের দ্বিতীয় শীতলতম দিন
এদিন দিনভর বৃষ্টি, একধাক্কায় নামল সর্বোচ্চ তাপমাত্রা। ৫৪ বছরে কলকাতায় মার্চের দ্বিতীয় শীতলতম দিন আজ। এমন খবর পাওয়া গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ২০০৩ সালের ১৩ মার্চ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১৩ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গই পড়েছে নিম্নচাপের গ্রাসে। ফলত, বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
ভোট সময় অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি!
নির্বাচনের মুখে কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী সাংসদ। সেখানেই মিলল স্বস্তি। লোকসভা ভোট চলা পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি, নির্দেশ শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় ইডির নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি দিল্লিতে একাধিকবার হাজিরা দিয়েছেন তিনি। সামনেই লোকসভা ভোট।
এদিন আদালতে কারণ হিসেবে সিবল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন বিদায়ী সাংসদ। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন। পয়লা জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। বরাবর ইডির তদন্তে সহযোগিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির নির্দেশ মত দশ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন। একাধিকবার তলবে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হয়েছেন। তাই আপাতত তাকে যেন ডাকা না হয়। এর পরই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে, লোকসভা ভোট চলাকালীন অভিষেককে তলব করা যাবে না দিল্লিতে। এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ২০২৩ সালের ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার অভিষেককে দিল্লিতে তলব করা হয়েছিল ইডির তরফে।
নির্বাচনের মুখে দিনহাটাকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের!
দিনহাটায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কড়া বার্তা, 'কেউ যদি মনে করে, কারও মনে যদি সন্দেহ থাকে, গুন্ডারা ছাড় পেয়ে যাবে, তাহলে সন্দেশখালি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত'। ঠিক কী ঘটেছে? নির্বাচন কমিশনকে রিপোর্ট দিলেন কোচবিহারের জেলাশাসক।
স্থানীয় সূত্রে পাওয়া খবর, প্রচার সেরে তখন বাড়ি ফিরছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক।
আজ, বুধবার বিকেল ৪টে পর্যন্ত দিনহাটায় বনধ পালন করে তৃণমূল। পাল্টা এসপি অফিস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিল বিজেপি। সন্ধায় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটায় পৌঁছয় রাজ্যপাল। পুলিস সুপার ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন তিনি।
অসুস্থ সব্যসাচী চক্রবর্তী! ভর্তি করা হয়েছে হাসপাতালে
অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তাঁর অসুস্থতার খবরে পাওয়া গিয়েছে পরিবার সূত্রে। গতকাল, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় আজ, বুধবার সকালে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, হার্টে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। পেসমেকার বসাতে হবে।
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
'শূন্য পদে দ্রুত, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে'; হাই কোর্টের নির্দেশ রাজ্যকে
রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-এর সব শূন্যপদে নিয়োগ শুরু করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে নিয়োগ আটকে রয়েছে। এই নিয়োগের জন্য বহু চাকরি প্রার্থী অপেক্ষায় রয়েছেন।
রাজীবের বদলে বিবেক; ২৪ ঘণ্টার মধ্যে এবার রাজ্যের নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়
গতকালই ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিয়ে বিবেক সহায়কে ডিজিপির পদে বসিয়ে দেয় নির্বাচন কমিশন। আর সেই নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই ফের ডিজিপি বদল। মঙ্গলবার ডিজিপি পদে নিয়োগ করা হল ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে। গতকাল বিকেল ৫টার মধ্যে সম্ভাব্য ৩ যোগ্য অফিসারের নাম কমিশনে পাঠাতে বলা হয়।