কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ড থেকে বিজেপির ঝুলিতে গিয়েছে ৬৯৮৬.৫ কোটি টাকা।
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
শুভেন্দুই হারাবে...ভোটে লড়বেন না! প্রাক্তন বিচারপতি অভিজিৎকে 'অনুরোধ' কুণালের
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'নির্বাচনী লড়াই' থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন তৃণমূলের কুণাল ঘোষ। তমলুক আসনে দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। এর পাশাপাশি তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি, "আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।" কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, "আপনি কেন, বিজেপিতে অন্য কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।" স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে জল্পনা দানা বেঁধেছে।
শনিবার তমলুকের সভায় এই দাবি করেছিলেন কুণাল ঘোষ।
যাদবপুরে বামেদের রবীবাসরীয় নির্বাচনী প্রচারে শ্রীজন; তিনি কি পারবেন ফের লাল দুর্গ ছিনিয়ে আনতে?
একদা বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল যাদবপুর কেন্দ্র। কিন্তু দীর্ঘ দিন ধরেই তা শাসক দল তৃণমূলের দখলে। ২০২৪-এর লোকসভা ভোটের প্রচারে নেমে সেই শক্ত ঘাঁটি পুনরুদ্ধারের লক্ষ্য স্থির করার কথা ঘোষণা করে দিলেন যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। রবিবার জনসংযোগে বেরিয়ে এই লক্ষ্যের কথা জানান তরুণ প্রার্থী। সৃজন বলেন, "মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, ভালবাসা পাচ্ছি। হুমকি, ধমকি আর দুর্নীতির জাঁতাকল থেকে মানুষ পরিত্রাণ চাইছেন।
যাদবপুরে জিতলে প্রথমেই সৃজন নজর দিতে চান পানীয় জলের সমস্যার দিকে। জল জমার সমস্যা নিয়েও কাজ করতেন চান। তবে সৃজনের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব মানুষের রুটিরুজি। যাদবপুরের মানুষের সমর্থন পেলে সেই কাজে নজর কাড়তে চান তরুণ বামপ্রার্থী।
শনিবার, ১৬ মার্চ, ২০২৪
নির্বাচনের মুখে শাহজাহানের ভাই আলমগিরও গ্রেফতার!
সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় এ বার শাহজাহান শেখের ভাই আলমগির শেখও গ্রেফতার হলেন। শনিবার সকালে সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন আলমগির। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আলমগিরের সঙ্গে সিবিআই দফতরে আরও দু-জনকে তলব করা হয়েছিল। তাঁদেরও গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, আলমগিরের ছাড়াও যে দু-জন গ্রেফতার হয়েছেন, তাঁদের নাম মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা। দু-জনেই সন্দেশখালির বাসিন্দা। মাফুজার সন্দেশখালি ১ ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।
ডাকাতি কালীবাড়িতে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়; কেন? পড়ুন
সিঙ্গুরের ডাকাতি কালীবাড়িতে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্রে প্রার্থী হওয়ার পর প্রথমবার সেই জেলায় হাজির হলেন 'দিদি নং ওয়ান'। প্রচারের জন্য জেলায় পৌঁছনোর আগে থেকেই প্রস্তুতি তুঙ্গে। বিধায়ক বেচারাম মান্নাও উপস্থিত ছিলেন সেখানে।
আজ, শনিবার দুপুর দু-টো নাগাদ রচনা ডাকাতি কালীবাড়িতে পৌঁছেছেন। সেখানে পুজো দিলেন বাংলার অভিনেত্রী। রচনাকে ঘিরে তুমুল উন্মাদনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তৃণমূলের বাকি সদস্যেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তাঁকে। অন্যদিকে একই কেন্দ্রে বিজেপি-র হয়ে ভোটে লড়বেন সাংসদ-অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
সরকারি কর্মীদের জন্য বড় খবর; এবার অনলাইনে ছুটির দরখাস্ত
এবার থেকে বদলে গেল রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন করার নিয়ম। ছুটির জন্য আর হাতে লেখা দরখাস্ত গ্রাহ্য হবে না। এবার অনলাইনেই করতে হবে ছুটির যাবতীয় আবেদন। শুক্রবার থেকে অর্থ দপ্তরের জন্য এই নিয়ম চালু হয়েছে। পরে অন্যান্য দপ্তরেও এই নিয়ম বলবৎ করা হবে। এদিনই অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই নয়া নিয়মের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাজুয়াল লিভ (সিএল) হোক বা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ (সিসিএল) ছুটির দরখাস্ত করতে হবে 'হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম' ব্যবহার করে। জানা গিয়েছে, গ্রুপ ইনচার্জরা এই ছুটি মঞ্জুর করার দায়িত্বে থাকবেন।
বাংলায় ৭ দফায় নির্বাচন;দেখে নিন কবে-কোথায়?
অবশেষে বেজে গেল ভোটের বাদ্যি। শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন। গোটা দেশে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায়। এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে।
প্রথম দফা:
তারিখ : ১৯ এপ্রিল
কোথায় ভোট: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।
দ্বিতীয় দফা:
তারিখ: ২৬ এপ্রিল
কোথায় ভোট: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।
তৃতীয় দফা:
তারিখ: ৭ মে
কোথায় ভোট: মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।
চতুর্থ দফা:
তারিখ: ১৩ মে
কোথায় ভোট: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।
পঞ্চম দফা:
তারিখ: ২০ মে
কোথায় ভোট: হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ।
ষষ্ঠ দফা:
তারিখ: ২৫ মে
কোথায় ভোট: পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর।
সপ্তম দফা:
তারিখ: ১ জুন
কোথায় ভোট: দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।
ভোটগণনা: ৪ জুন