সামনেই লোকসভা নির্বাচন। আর এমন আবহে পিএসসির মাধ্যেমে ১৫০০ শিক্ষক নিয়োগ। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইনট্রিগ্রেটেড গভারমেন্ট স্কুলগুলোয় নবম থেকে দ্বাদশ সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স যে সব জেলায় সরকারি স্কুল নেই সেখানে প্রত্যন্ত অঞ্চলে এই স্কুল গুলি রয়েছে।
শনিবার, ১৬ মার্চ, ২০২৪
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
শারীরিক অবস্থা স্থিতিশীল, এদিন হাল্কা খাবার খেলেন তৃণমূল নেত্রী!
আপাতত কিছুদিন থাকবে বাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। সকালে হাল্কা খাবারও খেয়েছেন তিনি। সূত্রের খবর তেমনই।
ঘটনাটি ঠিক কী? আছন্ন অবস্থায় রয়েছেন মুখ্যমন্ত্রী। কপাল ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে! তৃণমূল এক্স হ্যান্ডেল থেকে এমনই ছবি ছাড়া হয়। জানানো হয়, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আঘাত পেয়েছেন। দয়া করে তাঁকে প্রার্থনায় রাখবেন'।
তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার নিজের বাড়িতেই হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। তখনই কোনওভাবে পড়ে যান তিনি। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসার পর, রাতেই কালীঘাটের বাড়িতে ফেরেন মমতা। চিকিৎসকের পরামর্শে কারও সঙ্গে দেখা করেননি এদিন দিনভর। মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল ও মেয়র ফিরহাদ হাকিম। তাঁদের সঙ্গে অবশ্য কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
শনিবারই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা!
আগামীকালই ঘোষিত হবে লোকসভা নির্বাচনের সূচি। শুক্রবার এই কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষিত হবে শনিবারই। বিকেল তিনটের সময় সূচি ঘোষণা হবে।
শুক্রবার বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার।
ফের আদালতে ধাক্কা; অসম্পূর্ণ তথ্য জমা দিয়ে বিপাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
নির্বাচনী বন্ডের তথ্য সংক্রান্ত বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানায়, অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই। নির্দেশ সত্ত্বেও ইলেক্টোরাল বন্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি।
এসবিআই যে তথ্য দিয়েছে তাতে ইলেক্টোরাল বন্ডের 'ইউনিক নম্বর' দেওয়া হয়নি। এমনকী সিল করা তথ্যের একটি স্ক্যান কপি আগামিকাল বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করতে হবে। আগামী ১৮ মার্চের মধ্যে ওই নম্বর-সহ পুরো তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ইউনিক নম্বর জরুরি কারণ, কোন সংস্থার কেনা বন্ড কোন রাজনৈতিক দল ব্যবহার করেছে তা সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।
তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য - ক্রয়ের তারিখ, ক্রেতার নাম, মূল্য-সহ জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন সদন। সেই বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশও করে দেওয়া হলেও সেখানে ছিল না বন্ডের নম্বর।
গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন; হাসপাতালে ভর্তি শাহেনশাহ
অসুস্থ অমিতাভ বচ্চন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। যদিও বচ্চন পরিবারের তরফে এই গুঞ্জনে শিলমোহর বসানো হয়নি।
সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর, কড়া নিরাপত্তার মধ্যে বিগ বিকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিন কয়েক আগেই এক্সে (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) লিখেছিলেন, 'সর্বদাই কৃতজ্ঞ।'
জানা যায়, সাম্প্রতিক অতীতেও অস্ত্রোপচার হয়েছিল অমিতাভের।
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
গুরুতর জখম মুখ্যমন্ত্রী, কপাল ফেটে রক্ত গড়াচ্ছে
বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা।
এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছিলেন অভিষেক। সেখান থেকে কলকাতা ফিরেই তিনি সোজা এসএসকেএম হাসপাতালে যান।
মমতাকে মা সারদার সঙ্গে তুলনা সুজাতার!
ফের মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মা সারদার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন সুজাতা। আর এরপরই বিতর্কের ঝড় বয়ে যায়। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব।