শেখ শাহজাহান কাণ্ডে জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে গতি বাড়িয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবারই নিজাম প্যালেসে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর-সহ আরও ১০ জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই কর্তারা বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সন্দেশখালির আনাচে-কানাচে পৌঁছে প্রত্যেকের বাড়িতে নোটিশ পৌঁছে দেন।
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
SSC দুর্নীতি; ভাগ্য খুলবে বহু যোগ্য চাকরি প্রার্থীর; গোটা নিয়োগ প্রক্রিয়া পুনরায় মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে ডিভিশন বেঞ্চ
নিয়োগ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিল কলকাতা হাই কোর্ট। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার প্রাথমিক পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে উচ্চ আদালত।
বৃহস্পতিবারের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আদালত জানতে চায়, পুনর্মূল্যায়নের সব উপকরণ তাদের রয়েছে কি না? এসএসসি জানায়, তাদের কাছে কোনও উত্তরপত্র বা ওএমআর শিট নেই। তবে আদালত নির্দেশ দিলে পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল প্রকাশ করা সম্ভব। সিবিআইয়ের দেওয়া ওএমআর শিট, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা যেতে পারে।
এসএসসির অবস্থান সম্পর্কে বিচারপতি বসাকের মন্তব্য, যদি এসএসসি ওই ওএমআর নিয়ে নিশ্চিত হতে না পারে, তবে কিসের ভিত্তিতে পুনর্মূল্যায়নের নির্দেশ দেবে আদালত? এসএসসির কথায় নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। ফলে আদালত এখন নির্দেশ দিলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে নতুন করে প্যানেল প্রকাশ করা যেতে পারে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
'বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা'; বিস্ফোরক দাবি অর্জুনের
ফের বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং। পদ্মশিবিরে প্রত্যাবর্তনের জল্পনায় অবশেষে সিলমোহর দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বারাকপুরের এই হেভি-ওয়েট নেতা। তাঁর সঙ্গে আরও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেই বিস্ফোরক দাবি অর্জুন। তবে কে সেই নেতা, তা স্পষ্ট করেননি তিনি।
অর্জুন সিং বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দাবি করেন, "আজ না হয় কাল বিজেপিতে যাবই।" পদ্মশিবির সূত্রে খবর, তাঁকে আর আগের মতো করে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরাতে নারাজ বিজেপির অনেকেই। সে কারণেই বুধবার চুপিসারে নাকি বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন। তবে বারাকপুরের নেতা এ বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি। এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত বোমা ফাটান বারাকপুরের নেতা। তিনি বলেন, "বারাকপুরের হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবেন।
বুধবার জলপাইগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে অর্জুনকে বিজেপি সাংসদ বলেই দাবি করেছেন খোদ মমতা। সে কথা শুনে নাকি আঘাত পেয়েছেন অর্জুন। তাঁর দাবি, "আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম। তা সত্ত্বেও আমাকে শুনতে হল আমি বিজেপির সাংসদ। তা হলেই বুঝুন দলটার কী অবস্থা।" একাধিকবার অর্জুনের আরও দাবি,"তৃণমূলে ফেরা তাঁর ভুল ছিল। আর তৃণমূল করব না। আমৃত্যু বিজেপিই করব।"
মা-কে হারালেন শাশ্বত চট্টোপাধ্যায়!
৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায়। বুধবার, ১৩ মার্চ, সন্ধ্যায় প্রয়াত হন অভিনেতার মা। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি।
অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী হিসেবেই বেশি পরিচিত ছিলেন অঞ্জলি চট্টোপাধ্যায়। মা-কে হারিয়ে গভীর ভাবে শোকাহত অভিনেতা। তিনি নাকি আগামী বেশ কিছু কাজ আপাতত স্থগিত রেখেছেন।
শুধুমাত্র শাশ্বতই নন, মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অঞ্জলি দেবীর আরও এক ছেলে শুভদীপ চট্টোপাধ্যায় এবং পরিবারের বাকিরা। ছোট ছেলে শুভদীপের সঙ্গেই থাকতেন অঞ্জলীদেবী। বেশ কিছুদিন আগে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন অঞ্জলি দেবী। সেখান থেকেই সমস্যার শুরু হয়। চোট থেকেই তাঁর শরীরে সংক্রমণ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করেছিল।
বুধবার, ১৩ মার্চ, ২০২৪
এবার শাহজাহানের ছোটভাই আলমগীরকে তলব কেন্দ্রীয় গোয়েন্দাদের!
শেখ শাহজাহানকে ইতিমধ্যেই নিজেদের বাগে নিয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আর এবার শেখ শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীরের বাড়িতে নোটিস ধরাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল থেকে সন্দেশখালিতে শেখ শাহজাহানের সঙ্গে সম্পর্কিত একাধিক ব্যক্তির বাড়িতে গিয়েছে সিবিআই। হাজিরার নোটিস ধরিয়েছে। সেরকমই শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীরের বাড়িতেও এবার হাজিরার নোটিস দিল সিবিআই।
'রাতে শুয়ে কেঁদেছি' ; হঠাৎ কী হল শান্তনুর?
বুকের মধ্যে ক্ষোভের পাহাড়। তারপরও বলছেন, এমন কোনও কাজ করবেন না, যাতে দলের ক্ষতি হয়। তবে লোকসভা ভোটের টিকিট না পাওয়ায় ক্ষোভ যে রয়েছে, অভিমান যে হয়েছে, মনে যে উথালপাথাল চলছে তা বারবারই স্বীকার করছেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলছেন, "হয়তো রাতে শুয়ে কেঁদেছি। বিছানা ভিজিয়েছি।
শিক্ষাবন্ধুদের বেতন বাড়ছে, সিভিক, পার্শ্বশিক্ষকদের অবসরকালীন ভাতাও
লোকসভা ভোটের আগে শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভুইয়াঁ। প্রায় ৪০ শতাংশ বেতনবৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেন, "আজকে দীর্ঘ দিন লড়াই করা শিক্ষাবন্ধুরা সুবিচার পাচ্ছেন।" এর পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানস জানান, ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতনক্রম (৫৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ৮৩৩৫ টাকা) নির্ধারিত হলেও দীর্ঘ দিন তা কার্যকর হচ্ছিল না।