অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূলের ১০ কোটি ২৯ লক্ষ টাকা আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দিল্লি দফতর। 'ডিমান্ড ড্রাফ্ট' আকারে ছিল ওই টাকা, যা আটক করা হয়েছে। ওই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করছে ইডি। ইডির টাকা আটক করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইডির তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অ্যালকেমিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তছরুপের তদন্তে নেমে তৃণমূলের ১০ কোটি ২৯ লক্ষ টাকা বাজেয়াপ্তা করা হয়েছে। ওই সংস্থার মালিক রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহ। লখনউতে সিবিআই একটি এফআইআর দায়ের করেছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমে ইডি জানতে পেরেছিল, আমানতকারীদের থেকে ১,৮০০ কোটি টাকা তুলেছিল সংস্থা। প্রচুর টাকা ফেরানোর মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। শেষ পর্যন্ত কোনও টাকাই ফেরানো হয়নি।
বিবৃতিতে ইডি আরও দাবি করেছে, আমানতকারীদের থেকে যে টাকা তুলেছিল অ্যালকেমিস্ট সংস্থা, তার একাংশ তৃণমূলের হয়ে বিমান সংস্থাকে দেওয়া হয়েছে। ইডির তরফে আরও জানানো হয়েছে, বিভিন্ন বিমান এবং হেলিকপ্টার সংস্থাকে ১০ কোটি ২৯ লক্ষ টাকা দিয়েছিল অ্যালকেমিস্ট সংস্থা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূলের তারকা প্রার্থী, যেমন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, প্রাক্তন সাংসদ মুনমুন সেন, বিদায়ী সাংসদ নুসরত জাহান যে বিমান বা কপ্টারে চেপেছিলেন, তার জন্যই এই দাম দেওয়া হয়েছে।