সন্দেশখালির বুকে 'শেখ শাহজাহান মার্কেটে' শাহজাহানের অফিসে ঢুকল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে ওই অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল। বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা তুলে এই অফিসেই রাখতেন শাহজাহান এবং তাঁর অনুগামীরা। অফিসটি বেশকিছুদিন তালাবন্ধ অবস্থায় ছিল। শুক্রবার সিবিআই গিয়ে চাবি জোগাড় করে এবং তালা খুলে ভিতরে ঢোকে। শাহজাহানের এই অফিসটির চাবি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন দিলদারবক্স মোল্লা নামের এক ব্যক্তি। তিনি ওই অফিসেই কর্মরত বলে জানান।
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
১২ মার্চ বড় কোনও চমক দেবেন মমতা? পড়ুন
সন্দেশখালি কাণ্ডের পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই খবর নবান্ন সূত্রে পাওয়া গিয়েছে। আগামী ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভার পর উত্তর ২৪ পরগনার হাবড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গত ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্দেশখালি নিয়ে বারাসত-এর মঞ্চ থেকে কড়া আক্রমণ করেছে রাজ্যের শাসক দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই রাজনৈতিকভাবে এবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরায় যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তাঁর অবর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে রণকৌশল ঠিক করবে সেই বার্তা ও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় মুখ্যমন্ত্রী যাওয়ার প্রস্তুতিও নিতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন।
এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে একাধিক প্রকল্প এর উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন বলে প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুধু তাই নয়, একাধিক দফতর এর প্রকল্প ও শিলান্যাস করবেন বলেও একাধিক দফতর এর সচিব কেও প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
'অনেকে ভুয়ো 'সন্দেশ' দিয়েছেন'; নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিরোধীদের বার্তা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হুঁশিয়ার করে সাফ বললেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ' দিয়েছেন। আর নয়।" নারী দিবস উদযাপনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশেষ মিছিল ও সভা আয়োজন করা হয় এদিন। কলেজ স্ট্রিট থেকে হেঁটে ডোরিনা ক্রসিং পৌঁছয় সেই মিছিল। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের দিকে লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ছিল তাৎপর্যপূর্ণ। যার কেন্দ্রে ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন মঞ্চ থেকে সন্দেশখালি প্রসঙ্গ তুলে মমতা বলেন, "যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে ভুল সন্দেশ দেওয়া হয়েছে তা ঠিক নয়। আমাদের হাতের ৫ আঙুল সমান নয়। অনেক সময় আমাদের নজরে আসে না। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ধরতে কার্পণ্য করি না। কিছু কিছু জায়গায় আমাদের নজরে থাকে না। যদি কখনো অন্যায় হয়ে থাকি আমরা ব্যাবস্থা করি। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের ও ছাড়ি না।"
রেশন-দুর্নীতি মামলায় আপাতত কোনও তদন্ত করতে পারবে না পুলিশ; এমন নির্দেশ আদালতের
রেশন দুর্নীতির ছটি মামলার তদন্ত আপাতত স্থগিত থাকবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় ধরপাকড় শুরু হওয়ার পর প্রকাশ্যে আসে রেশন দুর্নীতি। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন। এই রেশন দুর্নীতির তদন্তের সূত্র ধরেই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি।
'কথা কম'; অভিজিৎকে দলে নিয়েই বার্তা বিজেপি নেতৃত্বের
গত দু-আড়াই বছরে তাঁর বিবিধ মন্তব্য কার্যত 'বাণী' হয়ে উঠেছিল রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে। তিনি এজলাসে বসে যা বলতেন, তা নিয়ে তোলপাড় হত বঙ্গ রাজনীতি। কখনও সখনও জাতীয় রাজনীতিও। সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার অনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু প্রথম দিনেই বিজেপির তরফে অভিজিৎকে 'কথা কম' বার্তা দিয়ে দেওয়া হল! তাঁর পাশে বসে প্রকাশ্যেই সেই বার্তা দিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী কারণে? পদ্মশিবিরের নেতারা ঘরোয়া আলোচনায় স্পষ্টই বলছেন, মঙ্গলবার যা হয়েছিল, তার পুনরাবৃত্তি তাঁরা বৃহস্পতিবার চাননি। ভবিষ্যতেও চান না।
বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি দফতরে পদ্মের পতাকা হাতে নেন অভিজিৎ। সেখানে ছিলেন শুভেন্দু, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বাংলার পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে-সহ অন্যান্যরা।
বিজেপির রীতি অনুযায়ী মুখপাত্র ছাড়া সংবাদমাধ্যমে তেমন কেউ কথা বলতে পারেন না। বিরোধী দলনেতা পরিষদীয় বিষয়ে কথা বলতে পারেন। রাজ্য সভাপতির সার্বিক সব বিষয়ে কথা বলার এক্তিয়ার রয়েছে। তা ছাড়া সাংসদ, বিধায়ক বা বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তাঁদের এলাকার বিষয়ে কথা বলতে পারেন। তার বাইরের কিছু নিয়ে নয়। তা-ও বলার আগে দলের সঙ্গে আলোচনা করে নিতে হয়। পদ্মশিবির সূত্রের খবর, অভিজিৎকে এখন সে সবের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজেপির গাঙ্গুলি'কে চ্যালেঞ্জ মমতার!
বিচারকের পদ ছেড়ে সরাসরি রাজনীতির আঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়এই নিয়ে বিতর্ক কম হচ্ছেনা গোটা বঙ্গে। ইতিমধ্যে যোগ দিয়েছেন বিজেপিতে। সূত্রের খবর, এর পরই নাকি মন্ত্রিসভার বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে 'সুযোগ সন্ধানী' বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রকাশ্য জনসভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুঁড়লেন চ্যালেঞ্জও। বললেন, "যেখানেই দাঁড়াবেন ছাত্রছাত্রীদের নিয়ে যাব, ওরাই লড়াই করবে।"
বৃহস্পতিবার নারীদিবসের সভা থেকে একাধিক ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের দলনেত্রী। প্রথমেই তাঁর খোঁচা,"আমার সঙ্গে যারই দেখা হয় বলে, বাবা তোমাদের ওখানে যে সব রায় বেরোচ্ছে, দেখলে তো রয়্যাল বেঙ্গল টাইগারও পালিয়ে যাবে।"
এই রাজ্য সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব, বিজেপিতে যোগদান করে মন্তব্য করলেন অভিজিৎ
এদিন পদ্মশিবিরে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। আজ আর বিশেষ কিছু বলার নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া।