সন্দেশখালি মামলার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
বিজেপি-তে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, সম্ভবত ৭ মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সরকারি পদে থাকা ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিক রাজ্য; সময় বেঁধে দিল আদালত
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জ গঠনের অনুমতি দিতে রাজ্য সরকারকে সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই ইস্যুতে জানিয়েছে, আজ, মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে নিজের অবস্থান জানাতে হবে রাজ্যকে। এই সিদ্ধান্ত নিতে কেন এত দিন সময় লাগছে সেই প্রশ্নও তুলেছে আদালত।
রাজ্যের উদ্দেশে বিচারপতি বসাকের পর্যবেক্ষণ, হয় অনুমতি দিতে হবে অথবা খারিজ করতে হবে।
এ দিন মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার প্রসঙ্গও তুলে আনেন আইনজীবী, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়ালের মধ্যেই তিনি বলতে থাকেন, যে বিচারপতি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) এই নির্দেশ দিয়েছেন, তাঁর রাজনৈতিক উদ্দেশ্য আছে। মামলা খারিজ করা হোক। যদিও ডিভিশন বেঞ্চ সেই কথায় কার্যত আমল দেয়নি।
সোমবার, ৪ মার্চ, ২০২৪
দেশের সব হাসপাতালে চিকিৎসা খরচ সমান হোক; নির্দেশ সুপ্রিম কোর্টের
গোটা দেশে নগদহীন স্বাস্থ্যবিমার পথ সুগম হল। কেন্দ্রেকে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে দেশের সব হাসপাতালে চিকিৎসা খরচ সমান করতে হবে বলে জানিয়েছে আদালত। গুরুত্বের সঙ্গে আগামী ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাসের মধ্যে এই নির্দেশিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে শীর্ষ আদালত।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা খরচ আলাদা। এর ফলে নগদহীন স্বাস্থ্যবিমা পরিষেবা চালু করা বেশ কঠিন হচ্ছে। এই বিষয়েই একটি স্বেচ্ছাসেবি সংস্থা জনস্বার্থ মামলা করেছিল সুপ্রিম কোর্টে।
গত সপ্তাহেই বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছিল, পরবর্তী শুনানির তারিখের মধ্যে কেন্দ্র যদিও একটি সুনির্দিষ্ট প্রস্তাব না আনে, আমরাই তবে এই বিষয়ে যথাযথ নির্দেশনা জারি করব। সেই মতোই ছয় সপ্তহা সময় বেঁধে দিলেন বিচারপতিরা।
মহুয়াকে ফের তলব ইডির!
আবার বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল কেন্দ্রের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১১ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন অফিসারেরা। বলে রাখা ভাল, এর আগে ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল মহুয়াকে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। তখন তিনি হাজিরা দেননি।
সিভিক ভলান্টিয়ারদের বেতন এ মাস থেকেই হাজার টাকা বাড়ছে! বড় সিদ্ধান্ত নবান্নর
সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি বাড়ছে ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতনও। তা কার্যকর হচ্ছে চলতি মার্চ থেকেই। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, গত মাসে বাজেট পেশের সময় সিভিকদের মাসিক এক হাজার টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছিলেন, এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। সেই মতোই নবান্ন জানায়, এত দিন ধরে সিভিক ভলান্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন, তার চেয়ে হাজার টাকা করে বেশি পাবেন মার্চ থেকে।
'এই সাধুর সাধুগিরি আমি ছাড়াবো'...নাম না করে শুভেন্দুকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী
সোমবার ছিল মেদিনিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। নিমতৌড়ির সেই সভা থেকে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য রাখেন তিনি। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১,৪৩৭ কোটি ১৭ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল সোমবার। মোট প্রায় ৭ লক্ষ ২০ হাজার মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হল বলেও জানিয়েছেন তিনি।
এখান থেকেই অন্যান্য জেলার প্রায় ১,৬৩৪ কোটি ৫৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করা হয়। এর পরে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, 'নন্দীগ্রামের কেসটা এখনও বিচারাধীন রয়েছে। প্রায় আড়াই বছর হয়ে গেলো।
শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, 'সবথেকে বেশি পেয়েছে, সবথেকে বেশি খেয়েছে যখন পার্টিতে ছিল। গরীব ছেলেমেয়ের চাকরি খেয়ে বসে আছে। এই সাধুর সাধুগিরি আমি ছাড়াবো'।