সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের ঘনিষ্ঠ তথা সন্দেশখালিকাণ্ডের অন্যতম অভিযুক্ত আমির গাজিকেও গ্রেফতার করা হয়েছে। ভিনরাজ্য থেকে তাঁকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। এমন খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে।
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
'এখানে বাড়ি নিচ্ছেন না কেন?' পার্থ মামলায় এমন মন্তব্য বিচারপতির
পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। আজ, বৃহস্পতিবার শুনানির সময় সিবিআই-কে উদ্দেশ্য করে বিচারপতি বাগচী বলেন, "আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না?
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে CBI রিপোর্ট তলব করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতে কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে? কবে শেষ হবে? হলফনামা দিয়ে তা জানান, CBI-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যেও বিচারপতি বলেন, "সিবিআই অভিযোগ আনছে, আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে? নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হত? সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে জানান।" পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির। ২৩ শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
শাহজাহানের আবেদন-ই শুনল না হাইকোর্ট!
"আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে| এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই|" গ্রেফতারির ঠিক পর হাইকোর্টের দ্বারস্থ হতেই শেখ শাহজাহানের আইনজীবীর উদ্দেশে এমন কড়া মন্তব্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ৫৬ দিনের মাথায় গ্রেফতার শেখ শাহাজাহান। মিনাখাঁ থেকে এদিন ভোর রাতে গ্রেফতার হন সন্দেশখালির 'বাদশা'। গ্রেফতারির পর এদিন বসিরহাট আদালতে পেশ করা হয় ধৃত শেখ শাহাজাহানকে।
কিন্তু শেখ শাহজাহানের কোনও আবেদন এদিন শুনল-ই না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দেন, শেখ শাহজাহানের জন্য তাঁর কোনও সমবেদনা নেই। আদালতে শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দোপাধ্যায় হাজির হতেই, প্রধান বিচারপতি কড়া ভাষায় তাঁকে বলেন, "আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম।" আদালতে শেখ শাহজাহানের আইনজীবী জানান,"আগাম জামিনের আবেদন ২ দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনও আমার চারটি আবেদন বিচারাধীন আছে। গতকাল মামলার কথা আমরা জানতাম না।" যার পালটা প্রধান বিচারপতি বলেন, "৪৩টা মামলাও আছে। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। এই মক্কেলের অনেক কাজ করতে ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়র রাখতে হবে। এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই।"
গ্রেফতার শাহজাহান শেখ !
গত ৫ জানুয়ারি থেকে চলছিল খোঁজ। প্রায় ৫৫ দিনের পরে গ্রেফতার হলেন তৃণমূলের এই দাপুটে নেতা। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার হল সন্দেশখালির 'নিখোঁজ' তৃণমূল নেতা শাহজাহান শেখ। বৃহস্পতিবার এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
ওজন কমে মাত্র ৩৭ কেজি; আদালতে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র আইনজীবীর
বর্তমানে মাত্র ৩৭ কেজিতে এসে ঠেকেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ওজন। এ দিন নগর দায়রা আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিন চাইতে গিয়ে এমনই দাবি করেছেন তাঁর আইনজীবী। এর পাশাপাশি জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের মাথা থেকে মাঝেমধ্যেই রক্তে পড়ছে।
এ দিন ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় নিজেও। সেখানেও দেখা যায়, তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
আদালতে সওয়াল করতে গিয়ে এ দিন জ্যোতিপ্রিয়র আইনজীবী দাবি করেন, প্রাক্তন মন্ত্রীর ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। দুটি কিডনিই স্বাভাবিক ভাবে কাজ করে না। একটি কিডনি ৭৪ শতাংশ এবং অন্যটি ২৬ শতাংশ কাজ করে। বালুর আইনজীবী আরও দাবি করেন, জেলে বন্দি হওয়ার পর জ্যোতিপ্রিয়র ওজন ২৫ কেজি কমে গিয়ে ৩৭ কেজিতে এসে দাঁড়িয়েছে।
কলকাতার কাছেই লুকিয়ে শাহজাহান?বিস্ফোরক দাবি শুভেন্দুর
দক্ষিণ চব্বিশ পরগণায় ফলতায় এনে লুকিয়ে রাখা হয়েছে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। মেয়ো রোডে বিজেপির ধরনা কর্মসূচি থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির!
অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে এবার তৃণমূল শীর্ষ নেতা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। আগামিকালই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে৷ সূত্রের খবর।
অ্যালকেমিস্ট মামলায় অনেক দিন আগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং সংস্থার কর্ণধার কে ডি সিং-কে গ্রেফতার করেছে ইডি। এই মামলায় কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ইডি সূত্রে খবর, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবেই অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।