আজকের মধ্যেই শেষ করতে হবে শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া। গতকাল পর্যন্ত রাজ্য জুড়ে শ্রমিকদের প্রায় ৮৩ শতাংশ টাকা দেওয়া হয়েছে। আজকের মধ্যে ১০০ শতাংশ কাজ না হলে কন্ট্রোলরুমে অভিযোগের পর অভিযোগ আসতে থাকবে। ইতিমধ্যেই শ্রমিকদের এসএমএস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকে তারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট চেক করবেন।
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী!
লোকসভা ভোটের আগে বঙ্গ কংগ্রেসে বড় ধাক্কা। এবার দল ছাড়লেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। অধীর চৌধুরীর সঙ্গে আগে থেকে দ্বন্দ্ব ছিল তাঁর। আজ ইমেইলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।
৫৫ দিন ধরে অধরা সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। এখনও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। কোথায় সন্দেশখালির বাঘ এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিন্তু সেই বিরোধী দলের শিবিরে কংগ্রেসের তেমন ভূমিকা নেই।
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
সন্দেশখালিতে '১৭৪ ধারা' জারি আছে; সাংসদ এবং অভিনেত্রী নুসরতের মন্তব্যে শুরু হয়েছে ঠাট্টা তামাসা
সন্দেশখালিতে '১৭৪ ধারা' আছে বলে বিতর্কে জড়ালেন বসিরহাটের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে ঠাট্টা তামাসা। নুসরত বলেছেন, "আমি বেশিদিন ক্যামেরা থেকে লুকিয়ে থাকতে পারি না, কারণ আমি কিছু ভুল করিনি। প্রতি দিন আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি, এমন নয় যে আমি এর থেকে দূরে আছি। আমি এই বিষয়ে ইতিমধ্যে আমার মনে কথা বলেছি। আমি সবসময় দলের নির্দেশ মেনে চলি। রাজ্য সরকার প্রতিদিন সাহায্য পাঠাচ্ছে সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের কাছে। যা যা দরকার তাই করা হচ্ছে। সাত দিনের মধ্যে লোকটিকে ধরতে বলেছে হাই কোর্ট। রাজ্য সরকার যা যা দরকার তাই করছে।
সন্দেশখালিকাণ্ডে জামিন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের!
সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারই তাঁকে জেল থেকে মুক্তি দিতে হবে বিচারপতি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নিরাপদ জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ককে। তার পর থেকে টানা ১৭ দিন ধরে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন।
সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
এবার করোনার বলি কলকাতার যুবক!
এবার করোনার বলি খাস কলকাতার এক যুবক। বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিস হালদার।
সন্দেশখালির জমি কাড়া নিয়ে বোমা ফাটালেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক!
এবার সন্দেশখালির জমি কাড়া নিয়ে বোমা ফাটালেন সন্দেশখালির সিপিআই(এম) নেতা ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সোমবার আদালতে তোলা হয় তাঁকে। বসিরহাট আদালতের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নিরাপদ জানান, বিধায়ক থাকাকালীন বারবার বিধানসভায় তিনি এই জমিলুঠ নিয়ে সরব হয়েছিলেন। কিন্তু তাঁকে বার বার থামিয়ে দেওয়া হয়। যদিও নিরাপদ সর্দারের এই যুক্তি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, রোজ সিপিএম নেতারা তৃণমূলের বিষোদগার করতে পার্টি অফিসে বসে পড়েন।
রবিবার মহেশতলা থেকে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২০১৬ সাল অবধি সন্দেশখালি বিধানসভা সিপিআই(এম)এর ছিল। বিধায়কও তাদেরই ছিলেন। সে সময় কেন নিরাপদ সর্দাররা প্রকাশ্যে কিছু বলেননি? এমনকী অভিষেকের প্রশ্ন ছিল, "নিরাপদ সর্দার, বিকাশ সিংরা তো সন্দেশখালিরই বাসিন্দা। তারা কেন চারটে সংবাদমাধ্যম ডেকে বা একটা চিঠি করে জানাননি?"
সোমবার নিরাপদ সর্দার দাবি করেন, "আমি সব বিধানসভায় জানিয়েছি। ১০০ বার বিধানসভায় জানিয়েছি। কোনও উত্তর পাইনি। উত্তর দেওয়ার সদিচ্ছা সরকারের ছিল না। যতবার বিধানসভায় গিয়েছি বলেছি, জবাব পাইনি। জমি লুঠ হচ্ছে সব জানিয়েছি বিধানসভায়। অথচ জমি লুঠ করেছে যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের জেলে রেখে দিয়েছে।"
ফের বিয়ের পিঁড়িতে অনুপম রায়!
ফের বিয়ের পিঁড়িতে অনুপম। গায়ক অনুপম রায় গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ারই এক গায়িকার সঙ্গে। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই অনুপম বিয়ে করবেন গায়িকা প্রস্মিতা পালকে। তবে খুব বড়সড় আয়োজন করে বিয়ে করতে আপত্তি অনুপমের।
টলিপাড়া থেকে কি কেউ থাকছেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে গায়ক। শুধু তিনি বলেন, 'বিয়ে করছি। পাত্রী প্রস্মিতা।
উল্লেখ্য, ২০১৫ সালে সমাজকর্মী পিয়া চক্রবর্তী সঙ্গে বিয়ে হয়েছিল অনুপমের। প্রায় ছয় বছর একসাথে ঘর করার পর তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। যদিও পিয়ার সঙ্গে বিয়ের পর অনুপমের পেশাদার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনও বদল আসেনি। একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই। অন্যদিকে, অনুপমের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। গত বছর নভেম্বর মাসে বিয়ে হয় তাঁদের। এ বার নতুন জীবন শুরু করছেন অনুপম।