সন্দেশখালিকাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, 'আদালত পুলিসকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহাজাহান'। সূত্রের খবর তেমনই।
সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে শিবু হাজরা, উত্তর সর্দার। কিন্তু শেখ শাহাজাহান কোথায়? কেন গ্রেফতার করা হচ্ছে না?
সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে অভিষেক বলেছেন, 'শেখ শাহাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আদালতই! সন্দেশখালিকাণ্ডে কখনও সিবিআই, কখনও ইডি তো কখনও যৌথ দায়িত্ব দেওয়া হচ্ছে। মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত তদন্ত করতে পারছে পুলিস'। তাঁর মতে, 'আদালত যদি রাজ্য পুলিসকে দায়িত্ব দেয়, তাহলে ১০ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহাজাহান'।