এদিন সন্দেশখালির পথে প্রথমে ধামাখালিতে আটকে দেওয়া হয় বৃন্দা কারাটের নেতৃত্বাধীন সিপিএমের মহিলা প্রতিনিধি দলকে। তার পর প্রশাসনের অনুমতিতেই সন্দেশখালির পথে রওনা দিয়েছেন বৃন্দা, কণীনিকা ঘোষ, জাহানারা খানেরা। বৃন্দা করাট বলেন, "প্রথমে আমাদের আটকানো হয়েছিল। তার পর আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেন বাধা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
'আমি রাজ্যপাল, প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলব';সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
শনিবার রাজ্য নারী ও শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালি পরিদর্শন করেছে। এর পর আজ, সোমবার সেখানে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। কলকাতায় পৌঁছেই তিনি বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কলকাতা বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা শর্মা বললেন, "পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না। পুলিশ কি শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে? আমার কাছে অভিযোগ এসেছে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে যারা কি না সেখানে আক্রান্ত হয়েছে তাঁদেরই পরিবারের সদস্য। এখনও কেন শাহজাহান গ্রেফতার হল না।" তিনি আরও জানিয়েছেন, "আমরা তিনজন যাচ্ছি সন্দেশখালিতে। আক্রান্ত মহিলারা চাইলেই আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আজ ওঁদের সঙ্গে কথা বলার পর আমি রাজ্যপাল প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলব।"
ক্ষমা চাইলেন শান্তনু; আধার নিয়ে কেন্দ্রের আশ্বাস
আধার নিয়ে চরম বিভ্রান্তি শুরু হয়েছে গোটা রাজ্যে। ভয়ও পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। রবিবারই বীরভূম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন। এর পাশাপাশি সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দিয়ে বলেন, "আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি।" আর মমতা সরব হতেই কেন্দ্রের আশ্বাস ভয় নেই। শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদাররা বসলেন বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। এরপরই তাঁরা জানান, পুরোটাই প্রযুক্তিগত ত্রুটি। দ্রুত এর সমাধান হয়ে যাবে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, "আমি ক্ষমা চাইছি।
সন্দেশখালির মামলা করায় লালবাজারে তলব, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী
লোকসভা নির্বাচনের মুখে চাপ ও পাল্টা চাপের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। আর তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।
'৫০০ টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল'; সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক লকেট
সন্দেশখালি ইস্যুতে সরব বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে সরব লকেট। চাঁছাছোলা ভাষায় নিশানা করলেন রাজ্য সরকারকে। বিজেপি সাংসদ নেত্রী তোপ দাগেন, বাম আমল থেকে সন্দেশখালিতে দুর্নীতি চলছে। তিনি বলেন, সন্দেশখালিতে গরিব মানুষের জমি ছিনিয়ে নেওয়া হয়। মহিলাদের উপর অত্যাচার করা হয়। এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। উত্তম সরদার ও শিবু হাজরা গ্রেফতার হলেও, শেখ শাহজাহান কোথায়? এখনও অধরা কেন শেখ শাহজাহান? সন্দেশখালিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মহিলাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, আজ সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন। দুই সদস্যের টিমের পর এবার গ্রামে গিয়ে তথ্যতালাশ খোদ চেয়ারপার্সনের। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এর পাশাপাশি জেলা পুলিস সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। পরে দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে।
বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর; আধারের বিকল্প পরিচয়পত্র দেবে রাজ্য! কার্ড বাতিল হলেও মিলবে সব সুবিধ
আধার কার্ড বাতিল হওয়াকে কেন্দ্র করে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দাবি করলেন, আধার কার্ডের বিকল্প কার্ড তৈরি করবে রাজ্য সরকার।
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
সন্দেশখালি কাণ্ডের আবহেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি!
নির্বাচনের দিন ঘোষণার আগেই নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে চাইছে বঙ্গ বিজেপির নেতারা। আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার সম্ভাবনার কথা জানা গিয়েছে। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তৃতা করার কথা প্রধানমন্ত্রীর।
শনিবার থেকে দিল্লিতে বিজেপির দু-দিনের রাষ্ট্রীয় অধিবেশন শুরু হয়েছে। বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব বারাসতে মহিলা সমাবেশের এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর বিজেপি সূত্রের। সন্দেশখালি ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালির আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও।
দু-দিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিং-এর মুখে উঠে এসেছে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রীকে বঙ্গ সফরে এনে লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে এখন মরিয়া বঙ্গ পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।