সন্দেশখালিকাণ্ডে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠতেই বিষয়টি ঠেলেন ইডির ঘাড়ে। রাজীব কুমারের সাফ জানালেন, অভিযোগ তো ছিল ইডির কাছে। তারা কি গ্রেফতার করেছে? এর পাশাপাশি এদিন রাজীব কুমার জানান, যে কোনও অভিযোগ পেলেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালি নিয়ে যা যা অভিযোগ এসেছে, সবটাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
'দঙ্গল'-এর ছোট্ট ববিতা প্রয়াত মাত্র ১৯ বছরে!
অকালেই শেষ হয়ে গেল আমির খানের অনস্ক্রিন কন্যার জীবন। মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত 'দঙ্গল' ছবির শিশু অভিনেত্রী সুহানি ভাটনগর। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 'দঙ্গল'-এ আমির খানের সঙ্গে সুহানি অভিনয় করেছিলেন নামী কুস্তিগীর ববিতা ফোগতের শৈশবকালীন ভূমিকায়।
নীতেশ তিওয়ারির পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পেয়েছিল আত্মজীবনীমূলক ক্রীড়াকেন্দ্রিক ছবি 'দঙ্গল'।
ছবিতে মহাবীর ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। ছোট্ট গীতার ভূমিকায় জায়রা ওয়াসিম এবং ববিতার ভূমিকায় সুহানির অভিনয় মন জয় করেছিল দর্শকদের। প্রাপ্তবয়স্ক গীতার চরিত্রে ছিলেন ফতিমা সানা শেখ এবং ববিতার চরিত্রে রূপদান করেন সান্যা মালহোত্রা।
সন্দেশখালিকাণ্ডে শেষপর্যন্ত গ্রেফতার অভিযুক্ত শিবু হাজরা!
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
লোকসভার আগেই বড় ধাক্কা; 'ফ্রিজ' কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
লোকসভার আগেই বড় ধাক্কা। ফ্রিজ হয়ে গেল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। এর পাশাপাশি যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে তাঁর দাবি। শুধু ফ্রিজ করাই নয়, দলের ২১০ কোটি টাকার কর বকেয়া রয়েছে বলেও জানিয়েছে আয়কর বিভাগ।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন মাকেন।
মাকেনের দাবি,"আমরা গতকাল জানতে পারি যে চেকগুলো দলের তরফে ইস্যু করা হয়েছে সেগুলো ব্যাঙ্কে কাজ করছে না। পরে জানতে পারি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রেহাই পায়নি যুব কংগ্রেসের অ্যাকাউন্টগুলোও। তার উপর আয়কর দপ্তরের থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে বিশাল পরিমাণে কর বকেয়া রয়েছে। কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিয়ে বাকি রয়েছে মোট ২১০ কোটি টাকার কর।
'দেরি কেন করছে, অবিলম্বে দেবকে হেফাজতে নিক ইডি', শুভেন্দুর দাবিতে তীব্র চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে
'কেন দেরি করছে? দেবকে অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত ইডি-র।' আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তরফে তৃণমূল সাংসদ দেবকে তলব করা প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি, 'উনি তো টাকা নিয়েছেন এনামুলের কাছ থেকে। ওনার অ্যাকাউন্টে এনামুলের গরু পাচারের পাঁচ কোটি টাকা ঢুকেছে। এবং সেই টাকায় সিনেমা করেছেন এটা প্রমাণিত। এমনি এমনি তো আর তলব করা হয়নি।
প্রসঙ্গত, মাঝে তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল, তিনি কি রাজনীতি থেকে সরে যাবেন? কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব স্পষ্ট করে দেন, ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনিই। এমনকী আরামবাগের সভায় দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন'। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
দিল্লিতে দেবকে ডেকে পাঠাল ইডি; 'বড়' দুর্নীতিতে তলব
মাঝে তাঁকে নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছিল, তিনি কি রাজনীতিকে বিদায় জানাবেন? কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব স্পষ্ট করে দেন, ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনিই। এমনকী আরামবাগের সভায় দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন'।
আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। আর আগেও তারকা, রাজনীতিককে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, "যতবার ডাকবে, ততবার যাব!" এবারও তিনি যাবেন বলেই তাই ধরে নিচ্ছেন অনেকেই। উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল। কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব। এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল।
মোদি সরকারের ইলেক্টোরাল বন্ড অসাংবিধানিক, বন্ধ করার নির্দেশ শীর্ষ আদালতের
ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া অসাংবিধাধিক। এদিনের ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, মোদি জমানায় চালু ইলেক্টোরাল বন্ড পদ্ধতি সংবিধানের ১৯-এর এ ধারার পরিপন্থী।