হাসপাতাল থেকে এদিন ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী। চিকিৎসকরা অভিনেতার শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে নিয়েছেন। হাসপাতাল থেকে তিন দিনের মাথাতেই ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী। চিকিৎসকরা অভিনেতার শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে নিয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল মহাগুরুর। তবে চিকিৎসকেরা অভিনেতাকে বিশ্রামে এবং চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
রাজ্যপালের কাছে শাহজাহান, শিবুদের গ্রেফতারির দাবি সন্দেশখালির মহিলাদের
এলাকার 'বেতাজ বাতশা' শেখ শাহজাহান ও তাঁর শাগরেদ শিবপ্রসাদ হাজরাকে দ্রুত গ্রেফতার করতে হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস যেতেই তাঁর কাছে এই দাবিতে সরব হলেন সন্দেশখালির মহিলারা। তাঁদের বক্তব্য, মাথা দের দ্রুত গ্রেফতার করা না হলে ভবিষ্যতে অত্যাচারের মাত্রা আরও বাড়বে! সন্দেশখালির মহিলাদের বক্তব্য শোনার পর কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন বোস।
সন্দেশখালিকাণ্ড নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়তেই কেরল সফর কাটছাঁট করে সোমবার কলকাতায় ফিরে সন্দেশখালি গিয়েছেন বোস। তাঁকে কাছে পেয়ে এলাকার পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিতে থাকেন স্থানীয় মহিলারা। এক এক করে তাঁরা নিজেদের কথা বলেন বোসকে।
রাজ্যপালও সন্দেশখালির মহিলার বক্তব্য শোনেন। পরে তিনি বলেন, "আমি কথা দিচ্ছি, যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আমার যা ক্ষমতা আছে, তা দিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।"
'আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি': দেব
বেশ কিছুদিন ধরেই শোনা গিয়েছিল রাজনীতি ছাড়বেন দেব। তবে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে সেই সিদ্ধান্তে বদল আনেন দেব। জানা গিয়েছে, ফের ঘাটাল কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তিনি কারণ তাঁর একটি আবেদন মেনে নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। কী সেই আবেদন? সোমবার আরামবাগের কালিপুর ময়দানে হুগলি জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে জানা গেল দেবের কোন কথা মেনে নিয়ে তিনি।
এদিন দেব বলেন, 'আমি রাজনীতিতে এসেছিলাম, দিদির হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণটাও বলব। আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য ফিরলাম। ঘাটালের মানুষদের দীর্ঘদিনের লড়াই ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ঘাটালে ফিরলাম। আমি জানি না ২০২৪ সালে কে থাকবে, কে জিতবে। মানুষ যাঁকে ভালোবাসবে, মানুষ যাঁকে বিশ্বাস করবে, তাকেই ভোট দেবে। আমার কাছে দিদির আবেদন, আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়েছি যাতে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করে, কিন্তু ওরা করেনি। ২০২৪ সালে আমি জিতব কি, জিতব না, আমি জানি না। যেই জিতুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন আপনার হাত ধরেই হয়, এইটুকু আবেদন রাখব। আমি মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য আমি দিদির উপর বিশ্বাস রাখলাম। দীর্ঘ ১০ বছর কেন্দ্রীয় সরকারের উপর বিশ্বাস রেখেছিলাম, আশাভঙ্গ হয়েছি। আমার বিশ্বাস, ২০২৪ সালের পর রাজ্য সরকার ঘাটালের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করবে'।
বিজেপি-সিপিএম-কংগ্রেসের জন্য আটকে নিয়োগ:মুখ্যমন্ত্রী
ফের নিয়োগ-জট নিয়ে বাম-বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের জন্যই শিক্ষক নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ করলেন তিনি। তৃণমূল নেত্রী মমতার অভিযোগ, বিরোধীরা আমজনতার বদলে নিজেদের স্বার্থের কথা বেশি ভাবছে। আর তাই সরকার নিয়োগের প্রস্তুতি নিলেই মামলা ঠুকছে। মুখ্যমন্ত্রীর কথায়, "বহু শূন্যপদ রয়েছে। কিন্তু নিয়োগ করতে পারছি না। এই বিজেপি-সিপিএম-কংগ্রেস নেতাগুলোর জন্য নিয়োগ আটকে রয়েছে। চাকরি পেলে ওদের লোকসান।" বিরোধীদের বিরুদ্ধে পালটা 'দুর্নীতি' তোপ দেগে মমতার দাবি, "এটা একটা বড় দুর্নীতি।
এবার রাজ্য বাজেটে ৫ লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও ১ লক্ষ শিক্ষক পদ, পুলিশের ৬০ হাজার পদও ফাঁকা রয়েছে বলে সোমবার জানালেন মুখ্যমন্ত্রী। সেই সমস্ত পদে নিয়োগ করতে চায় রাজ্য। কিন্তু বিরোধীদের জন্য সরকারের সেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারছে না বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর অভিযোগ, "৬০ হাজার পুলিশ, ১ লক্ষ শিক্ষক, বিভিন্ন দপ্তরে ৫ লক্ষ যুবক-যুবতীকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, ওমনি (বিরোধীরা) মামলা ঠুকে দিচ্ছে। আর হাসতে-হাসতে বলছে, দেখলে তো চাকরিটা হতে দিলাম না। যেন জমিদারি পেয়ে গিয়েছেন! ক্ষমতা থাকলে ভোটে লড়ুন। গণতন্ত্রের লড়াইটা রাস্তায় নেমে করুন।"
রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
কেমন আছেন মিঠুন?
শনিবারের থেকে রবিবার অনেকটাই ভালো আছেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে পাওয়া পেশীর দুর্বলতা আগের থেকে অনেকটাই কমেছে। ফিজিওথেরাপি হয়েছে আজ। স্পিচ থেরাপিস্টরাও পরীক্ষা করেছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল।
সন্দেশখালি কাণ্ডে এবার গ্রেফতার CPIM নেতা!
কয়েকদিন ধরেই বিক্ষোভে মিছিলে রীতিমতো উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালি। যে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে সন্দেশখালিতে আছড়ে পড়েছিল জনরোষ, তাদের মধ্যে অন্যতম উত্তম সর্দারকে গত শনিবারই গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
সমস্যায় সৌরভ গাঙ্গুলি, থানায় অভিযোগ দায়ের
সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রের খবর। সেই মোবাইল ফোনটি বেহালার বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। মোবাইল না পাওয়ার ফলে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই মোবাইল ফোনটি কোনওভাবে হারিয়ে গেল নাকি খোয়া গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি। বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে সামলেছেন তিনি।