পরীক্ষার তৃতীয় দিনেও অব্যাহত প্রশ্নপত্র ফাঁস। আজও মাধ্যমিকের প্রশ্নপত্র তুলে সোশ্যাল সাইটে ভাইরালের অভিযোগ সামনে এসেছে। তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।
সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
সিবিআইয়ের কাছে আবেদন করে এসএসসি পরীক্ষার ওএমআর দেখতে পারবেন পরীক্ষার্থীরা: আদালত
এসএসসি বা স্কুল সার্ভিস কমিসন নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) দেখার সুযোগ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও এসএসসি পরীক্ষার্থী (নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি) চাইলে নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন। তবে তার জন্য সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে।
ফের বৃষ্টিতে ভাসবে বাংলা!
মাঘ মাসে ফের বৃষ্টির ভ্রুকূটি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এর জেরে ফের ফের শীতের অনুভূতি কমবে। সর্বনিম্ন তাপমাত্রাও এক ধাপে অনেকটা বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আলিআবহওয়া দফতর।
বদলা রোহিতদের; এক দিন বাকি থাকতে ১০৬ রানে জয়
যে লক্ষ্য নিয়ে হায়দরাবাদ টেস্টের পর বিশাখাপত্তনমে নেমেছিল টিম ইন্ডিয়া, অবশেষে তা পূরণ হল। ভাইজ্যাগে আজ সোমবার প্রথম সেশনের পর থেকেই ভারতীয় শিবিরে জয়ের গন্ধ আসছিল। লাঞ্চ বিরতির পর ভারতীয় দর্শকদের যেন আর তর সইছিল না।
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
শুধু গ্রুপবাজি চলছে; লোকসভা ভোটে হারলে ইস্তফা; হুঁশিয়ারি লাভলির
লোকসভা ভোটে ভালো ফলাফল না হলে সেই বুথের সভাপতি ও প্রধানকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগরে একটি বুথ সম্মেলন ডাকেন বিধায়ক।
রবিবার সোনারপুর প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বুথ সম্মেলন ছিল। দলীয় কর্মীদের উপস্থিতি ছিল নেহাতই হাতে গোনা। তা দেখেই ক্ষুব্ধ হন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। বক্তব্য রাখতে উঠে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন। এও জানান, পরবর্তীতে নতুন করে আবার একটি বুথ সম্মেলন করা হবে এই এলাকায়। সেই সম্মেলনে যাতে সকলে উপস্থিত থাকেন, তার কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক।
ডিএ মামলার দ্বাদশ শুনানি; জট কাটবে?
প্রায় তিন মাস পরে সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় উঠছে রাজ্যের গুরুত্বপূর্ণ ডিএ মামলা। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এর আগে মামলাটি ১১ বার শুনানির জন্য উঠেছে। সোমবার সুপ্রিম কোর্টে এটির দ্বাদশ শুনানি রয়েছে।
২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। তার পর মামলাটি একাধিক বার শুনানির জন্য ওঠে। গত বছর ১ ডিসেম্বর মামলাটি শেষ বার শুনানি হয়েছিল। শীর্ষ আদালত সূত্রে খবর, মামলাটি এখনও পর্যন্ত ১১ বার শুনানি হয়েছে। তার মধ্যে মাত্র এক বার দীর্ঘ সময় ধরে শুনানি হয়। এই মামলায় আরও বিস্তারিত শুনানি রয়েছে বলে মনে করে শীর্ষ আদালত। গত বছর ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানায়, পশ্চিমবঙ্গের ডিএ মামলার আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মামলাটি শুনানির জন্য আসবে। সেই অনুযায়ী সোমবার শীর্ষ আদালতের শুনানির তালিকায় এল মামলাটি। অন্যতম মামলাকারী কনফেডারেশনের সদস্য মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, "আশা করি দ্রুত এই মামলার নিষ্পত্তি করে দেবে শীর্ষ আদালত। ন্যায়বিচার পাবেন সরকারি কর্মচারীরা। হাই কোর্ট আগেই রায় দিয়ে জানিয়েছে, ডিএ কর্মচারীদের প্রাপ্য অধিকার। আশা করি ওই রায় বহাল রাখবে শীর্ষ আদালত।" মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "এর আগে ছ'বার এই মামলায় হেরেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে আবার তারা হারবে।"
শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
তিন সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ দেব, ভোটে না লড়ার প্রস্তুতি কি?
লোকসভা ভোটের মুখে একসঙ্গে তিনটি পদে ইস্তফা দেবের। শনিবার একইদিনে গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের স্টার সাংসদ দেব। এদিনই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে পাঠান তিনটি চিঠি, সেখানেই তিনি উল্লেখ করেন যে তিনটি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।
মমতার বক্তব্যের পরেই দলীয় নেতারা বুঝেছিলেন, ঘাটালে দেবকেই আবার প্রার্থী করতে চাইছেন দলনেত্রী। আর দলনেত্রীর নির্দেশ থাকলে তাঁর যে ফের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অসুবিধা নেই, পাল্টা সেই ইঙ্গিত দিয়েছিল দেবও। কিন্তু তার পর আচমকা কেন ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইস্তফাপত্রেও কোনও কারণের উল্লেখ করেননি দেব। তাতেই জল্পনা আরও বেড়েছে।