দেশের অসামরিক সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণায় আপ্লুত বর্ষীয়ান নেতা। তিনি এই সম্মান গ্রহণ করছেন জানিয়েছেন, "এটা কেবল ব্যক্তি হিসেবে আমার জন্য সম্মানের নয়, আদর্শ ও নীতির সম্মান। যে আদর্শ ও নীতির জন্য আমি সারা জীবন আমার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে দেশকে সেবা করার চেষ্টা করে গিয়েছি।"
আদর্শ ও নীতির প্রসঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, "১৪ বছর বয়সে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করেছিলাম। তখন থেকে আমি কেবল একটি জিনিস চেয়েছিলাম – আমার প্রিয় দেশের জন্য যে কাজটি আমাকে করতে দেওয়া হয়েছে, নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে দেশকে সেবা করতে চেয়েছি।"
ভারতরত্ন সম্মান পেয়ে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে ভোলেননি বর্ষীয়ান নেতা। তাঁকে ভারতরত্ন সম্মানে মনোনীত করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন লালকৃষ্ণ আদবাণী।