বিচার্য বিষয় পরিবর্তনের পর এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতিদের মধ্যে সংঘাত ইস্যুতে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই বদল হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবার দেওয়া হয়েছে শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। এই বিষয় পরিবর্তন প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, "যখন শ্রম আইন বা শ্রমিকদের মামলা শুনতাম তখন অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বলেছিল ‘মা একে সরাও'।
শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
কলকাতার রাজপথে ধরনার পরই সোজা দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!
একশো দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগে বহুবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাস্তায় নেমে সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে নিশানা করেছেন ঘাসফুল শিবিরের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন আবহে কয়েকদিন আগে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকও হয়ে গিয়েছে এই বকেয়া নিয়ে। রাজ্যের আধিকারিকরা জানিয়েছিলেন বকেয়া নিয়ে যা তথ্য চাওয়া হয়েছিল সবই দেওয়া হয়েছে দিল্লিকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা অসুস্থ; ভর্তি হাসপাতালে
হাসপাতালে ভর্তি করানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে। আজ, বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্যন্ত্রে সমস্যা রয়েছে নিরূপার।
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা পাবেন বড় সুযোগ, বাজেটে বড় ঘোষণা নির্মলার
দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ভূমিকা রয়েছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। ঘরে ঘরে ঘুরে তারা অধিকাংশ সরকারি সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। সেইসব অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্থাস্থ্য বিমার দরজা খুলে দিলেন নির্মলা সীতারম।
তাঁর বাজেট বক্তৃতায় আজ সীতারমন ঘোষণা করেন, দেশের সব আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পাবেন।
কেন্দ্রের পরিসংক্যান অনুযায়ী আয়ূষ্মান ভারত প্রকল্পে দেশের মোট ৩০.৬ কোটি মানুষ উপকৃত হন। সিনিয় সিটিজন ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষজনও এর সুযোগ পান। ২০১৮ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনওপর্যন্ত ওই প্রকল্পের আওতায় হাসপাসালে চিকিত্সা করিয়েছেন ৬.২ কোটি মানুষ। এর জন্য খরচ হয়েছে ৭৯,১৫৭ কোটি টাকা।
সস্তায় কয়েক কোটি বাড়ি তৈরির ঘোষণা করলেন নির্মলা সীতারমন!
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির প্রচার করেছিল কেন্দ্রের সরকার। গরিব মানুষদের জন্য সেই বাড়ি তৈরির প্রকল্প কী অবস্থায় রয়েছে তা একটি ফিরস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
জোটে জল ঢেলে মুখ্যমন্ত্রীর হুঙ্কার; 'তাপসী মালিকের খুনি সিপিআইএম-এর সঙ্গে ঘর নয়!'
তাপসী মালিকের খুনি সিপিআইএম-এর সঙ্গে কোনও জোট সম্ভব নয়। শান্তিপুর স্টেডিয়াম মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন ভাবে সিপিআইএমকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোটে জল ঢেলে তৃণমূল নেত্রী এদিন বলেন, "বাংলা থেকেই দিল্লি দখল করব। ভোটের পর আঞ্চলিক দলগুলি মিলে সরকার করব। কিন্তু যে সিপিআইএম এত অত্যাচার করেছে তার সঙ্গে যাব না।
মমতা এদিন বলেন, "যে সিপিআইএম লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। নাপিত বয়কট করেছে। ঘর বয়কট করেছে। মুণ্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে। সিঙ্গুরে তফশিলি মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে। নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তার সাথে কখনও ঘর করতে রাজি নই। গুলি চালিয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল।" এর পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে আরও বলেন, "নির্বাচনের বছরে আসবে, বসন্তের কুহু কুহু করে ডাকবে, তারপর আবার পালিয়ে যাবে। বাংলায় আমরা একা লড়ব। আমি জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। বাংলায় সিপিআইএম-কংগ্রেস জোট হয়েছে। সিপিআইএম-কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। আমি সিপিআইএম, কংগ্রেস, বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি।" মালদার পর নদিয়ার শান্তিপুরের সভা থেকেও ফের একলা চলার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
ইডি তল্লাশির মধ্যেই রাজভবনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ইস্তফার জল্পনা, গ্রেফতার হচ্ছেন হেমন্ত?
সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ। অবশেষে কি ইডির হাতে গ্রেফতার হতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জল্পনা তীব্র।
সূত্রের খবর, জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন।