আইনি জটিলতা কাটিয়ে অবশেষে চাকরি প্রার্থীদের জন্য এল সুখবর। ২০২২-এ যে প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হল বুধবার। ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২২ সালে।
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
'ওরা আগে সিপিআই(এম)-এর হাত ছাড়ুক'; কংগ্রেসকে আক্রমণ করে জোট অঙ্কের বার্তা মুখ্যমন্ত্রীর
মালদহের সভা থেকে সিপিএমকে ফের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই তিনি একই সুরে আক্রমণ করলেন কংগ্রেসকেও। যখন এক দিকে রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের জোট ও আসন সমঝোতা নিয়ে হাজার বিতর্ক চলছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'ওরা আগে সিপিএমের হাত ছাড়ুক।'
এ দিন সভা থেকে তিনি অতীত মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে সিপিআইএম প্রচুর মেরেছে। আমি সিপিএমকে কোনওদিন ক্ষমা করব না।
রাহুলের গাড়ির কাচ ভাঙা ইস্যু ঘিরে বিতর্ক!
রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনায় ঢিল ছোঁড়ার তত্ত্ব খারিজ কংগ্রেস নেতৃত্ব। জাতীয় কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে যে, এক মহিলাকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষতে হয় রাহুল গান্ধীর গাড়ির। তখনই সুরক্ষা বলয় তৈরিতে ব্যবহৃত দড়ির সঙ্গে ধাক্কায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙে যায়।
রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙার ঘটনার পিছনে আসল কারণ ব্যাখ্যা করে প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনাতে। সুপ্রিয়া শ্রীনাতে লিখেছেন, "ভুল খবরকে স্পষ্ট করা জরুরি।
মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে নেওয়া যাবে না জলের বোতল!
সামনেই এবারের মাধ্যমিক পরীক্ষা। আর সুষ্ঠুভাবে এই পরীক্ষা পরিচালনা করাই চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদের কাছে। প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি পরীক্ষার্থীদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন। যার মধ্যে অন্যতম, বেশ কিছু সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী, বই, নোটসের মতো কোনও রকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা, ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। জানা গিয়েছে, যেহেতু জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা, তাই পরীক্ষাকেন্দ্রের প্রতিটি রুমে পানীয় জলের ব্যবস্থা রাখবে স্কুল।
'বাংলায় সিএএ কার্যকরে বাধা দিলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে!' বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
"সিএএ নিয়ে কোনও বিরোধিতা হলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।" লোকসভা নির্বাচনের ঠিক আগে এমনটাই হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য এও বলেন, "কে করবে বিরোধিতা?
'সবাই নাগরিক। আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কি আছে?' এই প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যাচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীদের। সিএএ নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক কথায় শাসক বিরোধী তরজায় রীতিমত সরগরম সিএএ ইস্যু।
মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল গুরুত্বপূর্ণ মামলা!
শিক্ষা সংক্রান্ত মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই একাধিক মামলায় শুরু হয়েছে সিবিআই বা ইডি-র তদন্ত। এবার সেই বিচারপতির বেঞ্চ থেকেই সরল শিক্ষা সংক্রান্ত মামলা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে সব মামলার শুনানি হত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেগুলি সরিয়ে নেওয়া হল। মঙ্গলবারই বেঞ্চ নির্ধারণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব: মুখ্যমন্ত্রী
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায় যাত্রার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের পদযাত্রা যে পথে এগিয়েছিল, সেই পথ ধরেই দলীয় কর্মীদের নিয়ে হাঁটবেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, সোমবার বিকালে শিলিগুড়ির সভা সেরেই মমতা জানান, কর্মসূচির পরিবর্তন হচ্ছে। শুধু রায়গঞ্জ ও বালুরঘাটের সভা নয়। তার পাশাপাশি চোপড়া, ইসলামপুর ও রায়গঞ্জে পদযাত্রাতেও অংশ নেবেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে ভিড় ছিল উপচে পড়ার মতো। প্রচুর মানুষ ফোন হাতে ছুটে আসেন মুখ্যমন্ত্রীর ছবি তোলার জন্য।