লোকসভা নির্বাচনের ঠিক আগে বাম ছাত্র সংগঠনের কলকাতা শাখায় বড়সড় সিদ্ধান্ত নিল দল। এর পাশাপাশি শীর্ষ পদে আনা হল দুই নেত্রীকে। কলকাতা জেলার এসএফআইয়ের সম্পাদক হলেন দীধিতি রায়, সভাপতি পদে এলেন বর্ণনা মুখোপাধ্যায়। দুজনই উত্তর ২৪ পরগনার জেলার বাসিন্দা। সংগঠনের দুই শীর্ষ পদে একসঙ্গে দুই মহিলা মুখ আনা গোটা দেশেই 'বিরলতম' ঘটনা বলেই শোনা যাচ্ছে সংগঠন সূত্রে।
কে এই দীধিতি এবং বর্ণনা? কেন কলকাতার বাম ছাত্র সংগঠনের কাছে এতটা কদর তাঁদের? বিশেষত জেলা থেকে উঠে এসে কলকাতার ছাত্র সংগঠনের এতটা প্রভাবের নেপথ্যে কী? জানা গিয়েছে, দীধিতির বাড়ি রাজারহাটে। আর বর্ণনা সোদপুরের মেয়ে। দুজনেই কলেজ সূত্রের কলকাতার সঙ্গে জড়িত এবং কলকাতার এসএফআই-এর সদস্য। বর্ণনা বঙ্গবাসী কলেজে ইংরাজি নিয়ে পড়াশোনা করেছেন। এখন তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী। দুজনেই কঠোর পরিশ্রমী বলে পরিচিত। হয়ত সেই কারণেই তাঁদের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়াকিবহাল মহলের মত, দুই কন্যাকে নেতৃত্বে এনে ছাত্র সংগঠনের ভোল পালটে ফেলার পাশাপাশি প্রচারেও থাকতে চাইছে সিপিএম।