গত কয়েকদিনে শীতপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। অবশেষে জাঁকিয়ে শীত পড়েছে গোটা বঙ্গে। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ডে ঘুনাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্তটি।