বৈঠকের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার কাদা পাড়ার কাছে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু হঠাৎ কি হল মেয়র ফিরহাদ হাকিমের ?
পুরসভা সূত্রে পাওয়া খবর, কলকাতা পুরসভায় তাঁর নিজের ঘরে বসেই বৈঠক করছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তখনই আচমকায় কোমরে ব্যথা শুরু হয়। অসহ্য যন্ত্রণার জন্য সেই সময় তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে নিয়ে যান কলকাতার এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মেয়র ভর্তি হওয়ার পরে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় মেয়রকে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। পরিস্থিতি বুঝে মঙ্গলবার হয়তো এই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন কলকাতার মেয়র।