বলাগরের বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। কে বা কারা ভেঙেছে সেই বিষয়ে থানায় কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি। গতকাল রাতেই দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। এর পাশাপাশি বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতেও দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁর স্বামী সুরজিৎ মুখোপাধ্যায়কে মারধোর করা হয় বলে অভিযোগ।
বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই তৃণমূলের ওই নেতাদের উপর দলের একাংশই হামলা করেছে বলে অভিযোগ। গত দুদিন ধরে বলাগরের বিধায়ক সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট ঘিরে দলের অন্দরে বিক্ষোভ দানা বাধছিল।
তিনি আরও বলেন, "প্রিয় বলাগড়ের আপামর জনসাধারণ, এই যখন অবস্থা তখন আমি আমার বিধায়ক কার্যালয়ে কী ভাবে যাব আপনারাই বলুন? কী করে বলাগড়ের জনগণকে পরিষেবা দেব? অবশেষে আমার আশঙ্কা সত্যি হল। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালাল আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হল দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি – দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত?"