রাজ্যে আগামী চার দিন বন্ধ রেজিস্ট্রি বিয়ে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোনও রেজিস্ট্রি বিয়ে হবে না বলে জানা গিয়েছে। এ দিন বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে "ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল" এর অফিস।
নবান্ন সূত্রে পাওয়া খবর, এই কয়েকদিনে প্রায় ১১০০ রেজিস্ট্রি বিয়ের আবেদন জমা পড়েছিল।
হিন্দুদের বিয়ের ক্ষেত্রে পৌষ মাসকে মল মাস হিসেবে ধরা হয়। এর ফলে এই সময় সামাজিক বিয়ের অনুষ্ঠান সাধারণত হয় না। তা সত্ত্বেও আইনি মতে বিয়ে সেরে নেওয়ার জন্য আবেদন করেছিলেন বহু হবু বর কনে। আপাতত তাঁদের অপেক্ষা কিছুদিন বাড়ল।