আগামী দিন চারেক তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই। উপরন্তু সর্বোচ্চ তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়তে পারে। যে কারণে ঠান্ডার অনুভূতিও সেরকম পাওয়া যাবে না। অন্যদিকে ইংরেজি নববর্ষেও ক্রিসমাসের মতো আবহাওয়া থাকবে।
দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে কারণে, রাজ্যে প্রচুর পরিমাণে পূবালী হাওয়ার সঙ্গে জলীয় বাষ্পও ঢুকছে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।