পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হলেন রাজীব কুমার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। এক সময় কলকাতা পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্ক কম হয়নি।
বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
এবার থেকে এমফিল স্বীকৃত ডিগ্রি নয়!
এমফিল নিয়ে অবস্থান স্পষ্ট করে পড়ুয়াদের উদ্দেশে নোটিস জারি করল ইউজিসি। কার্যত পড়ুয়াদের সতর্ক করে ইউজিসি একটি নোটিসে বিশ্ববিদ্যালয়গুলিকে সতর্ক করেছে। উল্লেখ্য, এমফিল কোর্স বহু বিশ্ববিদ্যালয় অফার করতে শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে ছক্কা মেরে শতরান রাহুলের!
প্রায় দু-বছর আগে এই মাঠেই শতরান করেছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচ জিতেছিল ভারত। চলতি সিরিজের প্রথম টেস্টে সেই সেঞ্চুরিয়নেই শতরান করলেন রাহুল। যে পিচে বাকি ব্যাটারের খেলতে পারলেন না সেই পিচেই সাবলীল ব্যাট করলেন রাহুল। ছক্কা মেরে শতরান করলেন তিনি। তার পরেই অবশ্য আউট হয়ে গেলেন তিনি। সেই সঙ্গে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। প্রথম ইনিংসে ২৪৫ রান করল ভারত।
ভারত ন্যায় যাত্রা’র ঘোষণা রাহুলের!
'ভারত জোড়ো যাত্রা'র পর এবার 'ভারত ন্যায় যাত্রা'। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘোষণা করলেন রাহুল গান্ধী। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা। শেষ হবে ২০ মার্চ।
এর পাশাপাশি তিনি আরও জানান, ৬৫ দিনের এই যাত্রায় রাহুল মোট ৬ হাজার ২০০ কিমি পথ পেরবেন। যার মধ্যে পড়বে ১৪টি রাজ্য ও ৮৫টি জেলা। কোন কোন রাজ্য দিয়ে যাবে রাহুলের যাত্রা? জানা যাচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল। বেণুগোপালের কথায়, "এই যাত্রায় রাহুল যুব সম্প্রদায়, মহিলা ও প্রান্তিক মানুষদের সঙ্গে মূলত কথাবার্তা বলবেন।"
সিএএ কার্যকর হবেই, কেউ আটকাতেই পারবে না:অমিত শাহ
"সিএএ হবেই। কেউ সেটা আটকাতে পারবে না।" চ্যালেঞ্জের সুর অমিত শাহর গলায়। ১৪ এবং ১৯ সালের লোকসভা ভোটে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। ২০১৯ সালে মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সংসদের দু-কক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের এক অনুষ্ঠানে দাবি করেন,'সিএএ বিজেপির অঙ্গীকার।' বঙ্গ সফরে এসে ফের সিএএ সওয়াল অমিত শাহের। রাজ্যে অবিলম্বে সিএএ ও এনআরসি কার্যকর করার দাবি আগেই তুলেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর সাফ কথা ছিল, 'সিএএ, এনআরসি কার্যকর করতেই হবে। না হলে উদ্বাস্তুরা বিজেপির সঙ্গে থাকবে না। মানুষের কাছে দিয়ে ভোট চাইতে পারব না।'
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র!
প্রায় ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার দুপুরে এসএসকেএম থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন বিধায়ক। তবে আপাতত মেনে চলতে হবে কিছু নির্দেশ।
৪ ডিসেম্বর সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল থাকলেও আচমকা গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন।
প্রায় ৪ লাখ শিক্ষককে স্থায়ী করতে চলেছে সরকার!
গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই চলে কনট্রাক্টে। সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ৫ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ। তার মধ্যে একটি হল রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে তিনি স্থায়ী করছেন।