বর্ষশেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘুর্নাবর্ত। সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। শনি ও রবিবার রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের লম্বা স্পেল শেষের পথে। আগামী ২৪ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা।
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ!
হাজরা মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ শুরু হতেই পুলিশ তা তুলে দিতে সক্রিয় হয়ে ওঠে। তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। অশান্তকর পরিস্থিতি তৈরি হয়।
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আজ ৫৫৫ দিনে পড়ল।
ইডি দফতরে হাজির পি সি সরকার জুনিয়র!
শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ম্যাজিশিয়ান পিসি সরকার। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। সেই সময় সিবিআই দফতরেও হাজিরা দেন তিনি। এবার ইডি দফতরে উপস্থিত হলেন পিসি সরকার জুনিয়র। তবে, ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালানো হয়েছিল পি সি সরকারের বাড়িতে। এবার ইডি দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে ফের।
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
টেট-পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশ!
আগামী ২৪ ডিসেম্বর, রবিবার রাজ্যে হতে চলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। এই পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এবারের টেট-এ আড়াই ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন বলে জানা গিয়েছে। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষাকেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। মূলত, দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন।
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর!
আর বেশি দেরি নেই। সামনেই বড়দিন। প্রতিবারের মতো এবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্য়মন্ত্রী।
অ্যালেন পার্কে ক্রিশমাসের অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তৃতা করার সময় এদিন মমতা বলেন, "আজ ৪% ডিএ ঘোষণা করলাম৷ আমাকে ফেডারেশন বারবার বলেছিল। আমরা পে কমিশন দিই।" তবে এরপরেই মমতা স্পষ্ট বলে দেন, "আমাদের কাছে এটা বাধ্যতামূলক নয়, এটা অপশন। কিন্তু আমাদের কর্মীরা খুব ভাল কাজ করে। তাই ২,৪০০ কোটি টাকা লাগলেও এটা আমরা দেব। সব মিলিয়ে ১৩৫ শতাংশ ডিএ দিচ্ছি ২০১৯ সাল থেকে। প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে গতকালও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি।"
তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো!
তৃণমূল নেতা ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো। আজ,বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ। গত ২১ নভেম্বর ভাটপাড়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় তৃণমূল (TMC) কর্মী ভিকি যাদবকে বাড়ির সামনে গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনার তিনদিনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাংসদ জীবনে ইতি টানছেন দেব?
২০২৪-এ কি আপাতত রাজনৈতিক জীবনে ইতি টানছেন অভিনেতা দেব? লোকসভার নির্বাচনের কয়েক মাস আগে সেই জল্পনাই উস্কে দিলেন ঘাটালের দু-বারের তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, ২০২৪-এর নির্বাচনে তিনি ফের লড়বেন কি না সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।