ফের কোভিড উদ্বেগ। নয়া সাব ভ্যারিয়েন্ট যে এন ১-এ বাড়ছে সংক্রমণ। গোটা দেশে আক্রান্ত আড়াই হাজারের বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬৬৯। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের নয়া ভ্যারিয়ান্ট যে এন ১-এ আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। এরমধ্যে ৩০০ জন কেরালারই। কেরালায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪১ জন।
ওদিকে কর্নাটকে আক্রান্ত হয়েছেন ১৩ জন। তামিলনাড়ুতে ১২ জন। গুজরাটে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, কর্নাটকে মোট আক্রান্ত এই মুহূর্তে ৯২, তামিলনাড়ুতে ৮৯, মহারাষ্ট্রে ৪৫, গুজরাটে ২৩, তেলঙ্গানায় ১৪ ও পাঞ্জাবে ৬।