হঠাৎ অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা(কাজলের মা)। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি আছেন তিনি। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জুহুর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। আপাতত আইসিইউ-তে আছেন ৮০ বছরের এই অভিনেত্রী।
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
মমতার মাস্টার স্ট্রোক;মাসে মাসে ১৫০০ টাকা
উত্তরবঙ্গে গিয়েও 'কল্পতরু' মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বেশকিছু ঘোষণা করেন। জমির পাট্টা থেকে শুরু করে বাড়ি তৈরির টাকা।
রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে। এর পাশাপাশি, চা শ্রমিক-সহ প্রায় ৬ হাজার মানুষকে জমির পাট্টাও দেওয়া হয় এদিন। তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে, চা শ্রমিকদের জন্য মাসিক দেড় হাজার টাকা দেওয়ার সরকারি প্রতিশ্রুতির ঘোষণা। যাঁকে মমতার মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ঐশ্বর্যাকে আনফলো করতেই বিচ্ছেদের জল্পনা; ইঙ্গিতপূর্ণ পোস্ট অমিতাভের
গত কয়েক মাস ধরে বচ্চন পরিবার নিয়ে চর্চা চলছে। পারিবারিক কলহ বাড়ছে। সম্প্রতি খবর ছড়িয়েছে, বিয়ের আংটিও খুলে ফেলেছেন অভিষেক। তার কয়েক দিনের মধ্যে ভাগ্নে অগস্ত্যের ছবি 'দি আর্চিজ়'-এর প্রিমিয়ারে ঐশ্বর্যার আঙুলে অনুপস্থিত ছিল তাঁদের বিয়ের আংটি। যদিও ছবির প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখে আশ্বস্ত হয়েছিলেন তাঁদের অনুরাগীরা। তবে তার এক দিনের মধ্যেই পুত্রবধূ ঐশ্বর্যাকে নিজের সমাজমাধ্যম থেকে আনফলো করে দেন অমিতাভ। বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় 'বিগ বি'। বলিসূত্রে খবর, ইনস্টাগ্রামের পাতায় পরিবারের সবাইকে অনুসরণ করলেও, ঐশ্বর্যাকে সেই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে ঐশ্বর্যার সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানা ধরনের প্রশ্ন। এ সব নিয়ে জল্পনার অন্ত নেই মায়ানগরীতে।
২০০৭ সালে বিগ বি-র পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্যা। তার পর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি 'বচ্চন বহু' হিসাবেও পরিচিতি পান তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বর্যার। আগে বিভিন্ন সময় তাঁদের বিচ্ছেদের জল্পনা শোনা গেলেও শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করেছেন তাঁরা। কিন্তু গত কয়েক মাস ধরে নাকি তাল কেটেছে বচ্চন পরিবারে। কিছুই নাকি আগের মতো আর নেই। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে নাকি মনোমালিন্য চরমে উঠেছে ঐশ্বর্যার। এমনকি, অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সমাজমাধ্যমের পাতায় সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার পরই অমিতাভ নাকি ঐশ্বর্যাকে বাদ দেন নিজের ইনস্টাগ্রাম থেকে। এই নিয়ে যখন জল্পনা চরমে, ফের পোস্ট দিলেন অমিতাভ। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিজের সাদাকালো ছবি দিয়ে লেখেন, "সব বলা-কওয়া শেষ… তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।" তবে কি ঐশ্বর্যাকে আনফলো করা নিয়ে যে চর্চা চলেছে, সেই প্রসঙ্গেই এমন ইঙ্গিতময় পোস্ট দিলেন বিগ বি?
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
শুক্রেই 'কালীঘাটের কাকু'র স্বরের নমুনা পরীক্ষা?
'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। শুক্রবারই এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে ইডির। শুক্রবার 'কালীঘাটের কাকু'কে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানেই গলার স্বরের নমুনা পরীক্ষা হবে তাঁর।
আগামিকাল সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ?
আগামিকাল, শুক্রবারই কি সংসদ থেকে বহিষ্কৃত হবেন মহুয়া মৈত্র? সেরকম সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। কারণ আগামিকালই মহুয়ার বিরুদ্ধে জমা পড়া লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ হবে বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা।
লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রথম দিনই বিষয়টি লোকসভার কার্যবিবরণীতে ছিল। কিন্তু সেদিন বিষয়টি উত্থাপিত হয়নি। আজকে যখন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলাম তখন অধ্যক্ষ জানান যে এথিক্স কমিটির রিপোর্টের সঙ্গে বহিষ্কারের প্রস্তাবও আসবে। আগামিকালই বিষয়টি লোকসভায় আসবে।'
কংগ্রেসের ডাকে সাড়া দিলেন না মমতা!
বুধবার রাতে কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগের ডাকা ইন্ডিয়া জোটের নৈশভোজ বৈঠকে যায়নি তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্টভাবে লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় জানান যে, সংসদের অধিবেশন চলাকালীন প্রতিদিনই বিরোধী দলনেতার ঘরে কৌশল বৈঠক হচ্ছে।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে? পড়ুন
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। এমন দাবি করছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করলে কাউন্সেলিং শুরু করতে আরও কিছুটা সময় দিতে হবে। ন্যূনতম সাত দিন সময় দিতে হবে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা।