৫৮০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ-তালিকা কোথায়? নিয়োগ-তালিকার বাইরে নিয়োগ সংখ্যা কত? হলফনামা দিতে নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিকে ২০১৬ ও ২০২০, দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল নিয়ে হলফনামা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৭ ডিসেম্বরের মধ্যে হলফনামা দিতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা-র। প্রাথমিক ২০১৬ ও ২০২০, দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ চায় আদালত। সম্পূর্ণ প্যানেল প্রকাশ হলেই নিয়োগ জটিলতা কাটবে।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
আরও ছুটি বাড়ছে বিরাটের!
বিরাট কোহলির ছুটি আরও কিছুদিন বাড়ছে। প্রাক্তন ভারত অধিনায়ক বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন। এমনিতেই বিশ্বকাপের পরে চলতি টি ২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন না কোহলি। এমনকী তিনি দক্ষিণ আফ্রিকা সফরে টি ২০ সিরিজেও তাঁকে দেখা যাবে না।
ধর্মতলার শাহী সভা; বোমা ফাটালেন অনুপম
লোকসভা নির্বাচনের আগে ধর্মতলায় এদিন ছিল বিজেপির মেগা সমাবেশ। এমন আবহে একবার দলের বিরুদ্ধেই সোচ্চার অনুপম হাজরা। সমাবেশে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অনুপম হাজরার আরও অভিযোগ, "বিজেপি আমাকে এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্বের সভায় আমায় ডাকা হয় না। অথচ শীর্ষনেতৃত্বের সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই।"
অনুপম হাজরা যেভাবে প্রকাশ্যে রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন, তাতে চাপে পড়ে দলের রাজ্য নেতারা। জে পি নাড্ডাকে নালিশও জানিয়েছেন তাঁরা। বঙ্গ বিজেপির এই কোন্দল ও নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে বিরক্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জেরেই কি তবে আমন্ত্রণ পেলেন না অনুপম, জোর জল্পনা।
অভিষেক টাকা কোথায় পেলেন?উত্তর দিলেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া মেটানোর দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা দিল্লিতে গিয়েছিলেন, তাঁদের পাওনা টাকা মেটাতে শুরু করেছেন তৃণমূলের 'সেনাপতি'। দিল্লি থেকেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যদি দু-মাসের মধ্যে বকেয়া না মেটায়, তবে শ্রমিকদের টাকা ব্যক্তিগত ভাবে দেবার উদ্যোগ নেবেন। কিন্তু এত টাকা কোথায় পাচ্ছেন অভিষেক? প্রশ্ন তোলে বিজেপি।
চাকরি'র মেয়াদ বৃদ্ধি; কী বললেন দ্রাবিড়?
তিনি ভারতীয় দলের কোচ থাকবেন কিনা তা নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হারের পরে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তার উপরেই ভরসা রেখেছে বোর্ড। কোচ হিসাবে মেয়াদ বৃদ্ধির পর মুখ খুললেন দ্রাবিড়। বিশ্বকাপের পর শোনা গিয়েছিল, আর রোহিত শর্মাদের কোচ থাকতে চাইছেন না দ্রাবিড়। তিনি নাকি বিভিন্ন দেশে ঘোরার ধকল আর নিতে পারছেন না।
কোচ হিসাবে দায়িত্ব বৃদ্ধির পরে দ্রাবিড় বলেন, "গত দু-বছর ধরে দল হিসাবে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু এই দু-বছরে আমরা একটা দল হিসাবে খেলেছি। সবাই সবার জন্য লড়েছে। দলের মধ্যে যে সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত। এই সংস্কৃতি মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক না কেন, একটা দল হিসাবে খেলব আমরা। দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছে। আমরা যে সঠিক ভাবে নিজেদের তৈরি করেছি তার ফল আমরা দেখেছি।"তাঁর উপর আস্থা রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন দ্রাবিড়।
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী!
'অত্যন্ত নিন্দনীয় আচরণ'। এবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব আনছে বঙ্গ বিজেপি। এখন শীতকালীন অধিবেশন চলছে।
এদিকে এই মন্তব্যের যখন তীব্র প্রতিবাদ জানান অধ্যক্ষ, তখন বিধায়ক শংকর ঘোষের পাশে দাঁড়ান খোদ বিরোধী দলনেতা। এমনকী, নিজের আসনে বসে অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়েন বলে অভিযোগ। এরপরই বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাব গৃহীত হয়। অধ্যক্ষ বলেন, 'বিরোধী দলনেতার আচরণ অত্যন্ত নিন্দনীয়'।
ডিসেম্বর মাস থেকে কি তৃণমূলেও 'যোগদান মেলা'?
সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যে সাংগঠনিক কাজকর্ম পুরোদস্তুর শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল-সহ সমস্ত বিরোধী দলগুলি। গত ১৩ নভেম্বর তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে, জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নামের তালিকা।