প্রায় ১ বছর আগে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছিল। তার পর থেকে তাঁকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল পাহাড়ে। পঞ্চায়েত ভোটের সময়েও কখনও হামরো পার্টি, কখনও বিজেপি, আবার কখনও বিমলের দল গোর্খা জনমুক্তি মোর্চার কাছাকাছি আসতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার সকলকে চমকে দিয়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। রবিবার কালিম্পঙের টাউন হলে কংগ্রেসের যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই কংগ্রেসে যোগ দেন বিনয়।
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
ফিরহাদের মন্তব্যে নয়া জল্পনা!
দলের বিধায়কদের নিয়মানুবর্তিতায় বাঁধতে বিধানসভায় কড়া নিয়ম চালু করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ দিন থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে উপস্থিত তৃণমূল বিধায়কদের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে রাখা হাজিরা খাতায় সই করতে হচ্ছে।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ; নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন
বুধবারই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।
এদিকে, শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর প্রক্রিয়ায় ক্রমশই বাড়ছে অনুপস্থিতির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ১০০ জনের বেশি অনুপস্থিত থাকলেও বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৩ জন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর বুধবারে প্রায় ৭০ জন অনুপস্থিত ছিলেন কাউন্সেলিং প্রক্রিয়ায়। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অন্দরে। দীর্ঘ আট বছরেরও বেশি সময়সীমা পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশার আলো দেখতে শুরু করেছে। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন উদ্বেগ বাড়াচ্ছে।
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
ভোট পরবর্তী হিংসা;মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনতে ৫ বিচারপতির বেঞ্চ
রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আদালত অবমাননার মামলায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল আগেই।
প্রকাশ্যেই পুলিশকে হুমকি; বিতর্কে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা
প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। গতকাল ফুটবল ম্যাচের শেষে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভাঙড় কলেজ মাঠে। সেই সময় পুলিশ কর্তারা বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করলে বিধায়ক মাইক্রোফোন হাতে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বলে অভিযোগ।
এমন কি, তিনি পুলিশ কর্তাদের বিজেপির দালাল, আইএসএফের দালাল বলেও তোপ দাগেন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় কলেজ মাঠে। এই গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনও পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি।
স্থানীয় সূত্রে খবর, ফি বছর বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে জীবনতলায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা হয়। এবছর সেই খেলার আসর বসেছিল ভাঙড়ে।
অভিযোগ, পুলিশ কর্তার এই আবেদনে উদ্যোক্তারা সাড়া না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার তাঁর টিম নিয়ে ছাদে উঠে বাজি ফাটানো বন্ধ করতে যান। সেই সময় পুলিশের তাড়া খেয়ে অনেকেই পালাতে থাকেন। বিষয়টি মঞ্চে থাকা শওকতের কানে গেলে তিনি মাইক্রোফোন হাতে উল্টে পুলিশকেই ধমকাতে শুরু করেন বলে অভিযোগ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শওকত চিৎকার করে বলছেন, 'আমরা তো বলেছি বাজি ফাটবে না। কোন পুলিশ অ্যারেস্ট করবে? ইয়ার্কি হচ্ছে? মগের মুল্লুক পেয়েছেন নাকি? একবার অ্যারেস্ট করে দেখান।' মাইক্রোফোন হাতে উত্তেজিত ভাবে কথা বলতে বলতে বিধায়ক মঞ্চের নীচে নেমে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তর্কাতর্কিও জুড়ে দেন শওকত। সূত্রের খবর, ওই পুলিশ কর্তা দমে না গিয়ে পাল্টা বিধায়ককে বলেন, 'আপনি ঘোষণা করলেও ছেলেরা শুনছে না, বাজি ফাটানো বন্ধ করছে না।' সেই সময় শওকত ঘনিষ্ঠ সাদেক মল্লিককে আবার মাইক্রোফোন হাতে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনারা শান্ত থাকুন, অযথা হুজ্জোতি করবেন না।'
ফের অভিষেকের চোখে নতুন করে সংক্রমণ! উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
দীর্ঘক্ষণ কন্ট্যাক্ট লেন্স পরে থাকার জন্য মারাত্মক চোখের সংক্রমণের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর এখন তিনি বাড়িতেই আছেন।
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
দেশে কর্মসংস্থান কমেছে ৪০শতাংশ, আর বাংলায় বেড়েছে ৪২ শতাংশ : মুখ্যমন্ত্রী
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন মঞ্চ থেকে রাজ্যের কর্মসংস্থানে উন্নয়নের দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।'
এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'ছোট চায়ের দোকান মানে ছোট ব্যাপার নয়। বড় বড় হোটেলের ধার থেকে রাস্তার ধারে থাকা ছোট ছোট হোটেলগুলোও গুরত্বপূর্ণ। পর্যটনে আমরা অনেক হোম স্টে তৈরি করেছি। ক্ষুদ্র শিল্পদের বলব আপনারা আপনাদের ব্র্যান্ডকে ব্যবহার করুন। আপনারা ভাববেন না যে আপনারা ছোট। ৫০ কোটি থেকেও আপনারা ১০০০ কোটি টাকা আয় করতে পারেন।'