সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই SSC মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি; শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত
ধর্মতলায় তৃণমূলের একুশের জুলাই সভাস্থলে এবার সভা করবেন অমিত শাহ! কীভাবে? পুলিসকে সভার অনুমতি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্তার পর্যবেক্ষণ, 'আবেদনের পর সিদ্ধান্ত নিতে দু-সপ্তাহ যথেষ্ট'।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিজেপিকে সভা করার অনুমতি দেন। তিনি নির্দেশ দেন, শর্তসাপেক্ষে সভার অনুমতি দিতে হবে পুলিশকে।
গেরুয়া শিবিরের অভিযোগ, ১৮ অক্টোবর সভার অনুমতি চাইলেও ১৯ অক্টোবর বাতিল করে কলকাতা পুলিশ। ফের চলতি মাসের ৬ তারিখ আবেদন করা হয়। কিন্তু ফের তা বাতিল করা হয়। হাতে করে আবেদনপত্রে পাঠালেও তা বাতিল করা হয়।
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
নন্দীগ্রাম নিয়ে বিরাট ঘোষণা ISF-এর!
চব্বিশের লোকসভা ভোটে আইএসএফেরও পাখির চোখ নন্দীগ্রাম। নন্দীগ্রাম ইস্যুতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নন্দীগ্রামে সভার পরপরই এই প্রেস বার্তা জারি করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। দলের রাজ্য কমিটির অভিযোগ ও একই সঙ্গে প্রশ্ন, 'তৃণমূল কংগ্রেসের রাজত্বে নন্দীগ্রামের উন্নয়ন থমকে আছে। অথচ নন্দীগ্রাম গণহত্যাকে অন্যতম ইস্যু করে ক্ষমতা দখল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
নিয়োগ দুর্নীতি;আশ্বাস হাই কোর্টের
শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে ৬ মাসের মধ্যে এই মামলাগুলি নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। তাঁর আবেদন, আর কতদিন চাকরির দাবিতে এঁরা রাস্তায় বসে থাকবে?
'স্যর, আমাকে বাঁচতে দিন', আদালতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
অসুস্থতার কারণে সশরীরে বৃহস্পতিবার হাজিরা দিতে পারেননি রাজ্যের বিতর্কিত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে হাজির করানো হয়। শুনানি শুরু হতেই বিচারক তাঁর কুশল সংবাদ নেন। জিজ্ঞেস করেন, কী সমস্যা রয়েছে তাঁর। জ্যোতিপ্রিয়ের আর্তি, "আমাকে বাঁচতে দিন।" বিচারক তাঁর অসুস্থতার কথা শোনার পর জানান, চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন। জ্যোতিপ্রিয় নিজেকে আইনজীবী দাবি করায় বিচারক জানান, তিনি নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ারের বিষয়ে অবগত। বৃহস্পতিবার জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়। এর পর জ্যোতিপ্রিয় নিজের আইনজীবী পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, "আমি আইনজীবী।
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
অনুব্রত মণ্ডলের আসন ফাঁকা; বড় সিদ্ধান্ত তৃণমূলের
গরুপাচার কেলেঙ্কারিতে গ্রেফতার। এক বছরের বেশি সময় জেলবন্দি। তবু সেই অনুব্রততেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের আসন ফাঁকা রাখল তৃণমূল কংগ্রেস। অন্য কাউকেই জেলা সভাপতির দায়িত্ব কাউকে দেওয়া হল না। জেলা চেয়ারপার্সন দায়িত্ব দেওয়া হল আশিষ বন্দোপাধ্যায়কে। তবে জেলা সভাপতির দায়িত্ব সামলাবে জেলার কোর কমিটি। অন্যদিকে কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা সভাপতি হলেন মহুয়া মৈত্র।
চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া!
প্রয়াত সিপিএমের প্রবীণ নেতা বাসুদেব আচারিয়া।বাসুদেব বাবু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। কিন্তু, তাঁর রাজনৈতিক ভূমি ছিল বাঁকুড়াই। ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম। সেখানেই পড়াশোনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনে যুক্ত হয়ে পড়া। ১৯৮০ সাল থেকে ২০০৯ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন তিনি। একসময় রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন বাসুদেববাবু।