এবার তিনি সিগারেট ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন। একজন ভক্ত তাঁর ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে বলতে দেখা যায়, "বন্ধুরা, আমি আর ধূমপান করি না।"এর পর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
বিবাহবিচ্ছেদের পরে বড় সিদ্ধান্ত উর্মিলার!
. কান পাতলেই বলিউডের অন্দরে তাঁর সংসার ভাঙার জল্পনা শোনা যাচ্ছে। আট বছরের বিবাহিত জীবনে ছেদ পড়তে চলেছে। উর্মিলা মাতন্ডকর তাঁর ১০ বছরের ছোট দাম্পত্যসঙ্গী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন বলে গুঞ্জন। এমন সময় আর একটি গুঞ্জনে নাম জড়িয়েছে নব্বইয়ের দশকের লাস্যময়ী এই অভিনেত্রীর। যিনি বেশ কয়েক বছর বলিউড থেকে বিরতি নিয়েছেন। তবে তাঁর বৈবাহিক জীবনে টালমাটাল অবস্থার মাঝেই রুপোলি পর্দায় ফিরতে চাইছেন উর্মিলা। এমনটাই শোনা গিয়েছে বলিপাড়ায়। সর্বশেষ খবর, সলমন খানের বিগ বসের ১৮তম পর্বে প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে ঊর্মিলাকে। কারণ বেশ কিছু দিন আগেই 'লাইট ক্যামেরা অ্যাকশনের' জগতে ফিরতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। এমনকি ওটিটিতেও আত্মপ্রকাশের আগ্রহ দেখিয়েছিলেন তিনি।
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
ডিভোর্স গুঞ্জনে 'নির্বাক' যিশু! বর্তমানে কার সঙ্গে লিভ-ইন সম্পর্কে আছেন যিশু? পড়ুন
যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়া। এই খবরে মন ভেঙেছে অনুরাগীদেরও। অভিনেতাকে নিয়ে সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে একাধিক পোস্ট। মেয়ে সারা পর্যন্ত বাবাকে আনফলো করে মায়ের পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। কিন্তু এত শোরগোলের মাঝেও যিশু সেনগুপ্ত নির্বাক। কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে কেন অভিনেতা 'স্পিকটি নট'? প্রশ্ন তুলেছেন অনেকেই।
মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার দারুণ সখ্যতা। দুই তারকাপত্নীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই তাঁদের 'গার্ল গ্যাং'কে দেখা যায়। এই কঠিন সময়ে বন্ধু নীলাঞ্জনা সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে একটি পোস্ট শেয়ার করেছেন মহুয়া। শাশ্বত চট্টোপাধ্যায়ের ঘরণি লিখেছেন, "তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী একজন মানুষ বলেই জানি। খুব খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ে তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।" শুধু মহুয়াই নন, নীলাঞ্জনার পাশে থাকার বার্তা দিয়েছেন রাগেশ্বরীও। তিনি জানালেন, "কটা সময়ে জীবনের কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে। আজ আমার পালা।"
সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্তর জীবনের 'নতুন নারী'র ছবি। গুঞ্জন অনুযায়ী, গুজরাটের কন্যা শিনাল সুর্তিই নাকি যিশুর মন কেড়েছেন। আর এই নারীর কারণেই নাকি যিশু-নীলাঞ্জনার দু দশকের সংসারে ভাঙন। যিশুর প্রেমের আগুন এতটাই তীব্র যে, মাস কয়েক ধরেই মুম্বইয়ে শিনালের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে। এখন অবশ্য 'খাদান' ছবির শুটিংয়ের জন্য নিজের শহরে থাকলেও নিজের বাড়িতে ওঠেননি অভিনেতা।
সোমবার, ২২ জুলাই, ২০২৪
ঐশ্বর্যা-অভিষেকের বিচ্ছেদ-জল্পনা!
বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, বচ্চন পরিবারে চিড় ধরেছে। বৈবাহিক কলহ সম্পর্কিত একটি পোস্টে অভিষেক বচ্চন লাইক করায় সেই জল্পনা ঘনীভূত হয়েছে। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে বাকি বচ্চন পরিবারের দূরত্ব বেড়েছে, এমনটাই জল্পনা।
শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪
যিশুর পদবি মুছলেন নীলাঞ্জনা; যিশু-নীলাঞ্জনার ২০ বছরের বিয়ে ভাঙছে?
এই বছরের গোড়াতেই দাম্পত্য জীবনের ২০ বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু-নীলাঞ্জনা। নায়কের অভিনয় কেরিয়ার যখন উর্ধ্বমুখী তখনই তাঁর ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা! চর্চা, যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে নাকি বড়সড় চিড় ধরেছে!
টলিপাড়ার অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনেই সংসারে ভাঙন। স্বভাবত যিশু-নীলাঞ্জনার সংসারে নিত্য অশান্তি। কিন্তু এই ফাটল মানতে পারছেন না ভক্তরা। তাঁরা চাইছেন দূরত্ব মিটিয়ে আবার একসঙ্গে ধরা দিক এই জুটি।
ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লিখেছেন, 'এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।'
বুধবার, ৩ জুলাই, ২০২৪
জলে ভিজে কাঞ্চনকে জড়িয়ে শ্রীময়ী, সুইমিং পুলে চুমু
গত পাঁচ মাস তাঁরা নবদম্পতি। কিন্তু একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন কতটা? বিয়ের পরেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ছিল।
তাই নির্বাচন শেষ হতেই বিধায়ক-অভিনেতা স্ত্রীকে নিয়ে সোজা মলদ্বীপে। মলদ্বীপে বেশ রোমান্টিক মেজাজে রয়েছেন তারকা দম্পতি। সেই ভিডিও শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। একাধিক ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। তার মধ্যেই রয়েছে সুইমিং পুলের একটি ভিডিও। যেখানে জলে ভিজে 'মিস্টার মল্লিক'কে জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। তার পরই গালে চুমু। প্রেমের এই মুহূর্ত বেশ উপভোগ করছেন তারকা দম্পতি। তা ভিডিও দেখলেই বোঝা যায়। গত শনিবার শ্রীময়ীর জন্মদিন ছিল।
সোমবার, ১ জুলাই, ২০২৪
আরোও কাছাকাছি আমির-কিরণ, জোড়া লাগছে ভাঙা বিয়ে?
কয়েক বছর আগেই আলাদা হয়েছে পথ। আমির খান এবং কিরণ রাওয়ের ডিভোর্সের খবর ঘিরে বিতর্ক কম হয় নি। তাঁদের বিয়ে ভাঙা কিন্তু সমালোচকদের কটাক্ষ, সমালোচনায় পাত্তা না দিয়ে বিচ্ছেদের পরও বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির-কিরণ। বলিউডের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠান হোক বা সিনেমার প্রিমিয়ার, একসঙ্গেই দেখা যায় দুই তারকাকে। এবার একসঙ্গে ছুটি কাটানোর ছবি দিলেন।ছেলে আজাদ রাও খানকে নিয়ে ঘুরতে গিয়েছেন আমির এবং কিরণ। রবিবাসরীয় সেই আড্ডার ক্যামেরাবন্দি মুহূর্তই শেয়ার করে লিখলেন, "রাও-খান হলিডে।" ফ্রেমে প্রাক্তন দম্পতির সঙ্গে দেখা গেল তাঁদের একমাত্র ছেলেকেও। খুশির মেজাজে আমির-কিরণকে দেখে নেটপাড়ার কৌতূহল, 'তাহলে কি তাঁদের ভাঙা বিয়ে জোড়া লাগছে?' মাসখানেক আগে মৌসুরিতে গিয়েছিলেন তাঁরা। সেখানকার উডস্টক স্কুলে ছেলে আজাদকে ভর্তি করানোর মাঝেই মৌসুরির ইতি-উতি ঘুরে এসেছেন প্রাক্তন দম্পতি। মেয়ে ইরা খানের বিয়ের সময়ও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান , কিরণ রাওরা। বিয়ের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীর সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের মাখোমাখো রসায়ন, খুনসুঁটির ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এমনকী একসঙ্গে ভোট দিতে গিয়েও ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তাঁরা। সকলের একটাই প্রশ্ন, 'আপনাদের একসঙ্গে এত হাসিখুশি দেখায়, কেন বিচ্ছেদ হল?' সম্প্রতি আমির খান ১০ কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন। তাহলে কি আবার নতুন শুরুর পথে হাঁটতে চলেছেন আমির-কিরণ?
বুধবার, ২৬ জুন, ২০২৪
সলমন খানের বিয়ে না করার কারণ কী? ছেলের সম্পর্কে কী বললেন বাবা সেলিম খান
কবে বিয়ের পিঁড়িতে বসবেন ভাইজান? বলি তারকা সলমন খানের ভক্তরা এই প্রশ্নের জবাব এখনও পাননি। অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বি-টাউনের বহু অভিনেত্রীর।
অর্জুনের জন্মদিনের পার্টিতে নেই মালাইকা!বিচ্ছেদের জল্পনা
অর্জুন কাপুরের জন্মদিনের পার্টি। ওই পার্টিতে হাজির বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুররা।
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
বড়সড় অস্ত্রোপচার সইফের! এখন কেমন নায়ক?
সোমবার সকালে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন বলিউড অভিনেতা সইফ আলি খান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এমন খবর পাওয়া গিয়েছে পরিবার সূত্রে।
সম্প্রতি একটি পুরনো চোটের জন্য সইফের ট্রাইসেপ্স সার্জারি হয়েছে। সদ্য একটি সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করার সময় আবার কোনওভাবে একই চোটের উপর আঘাত লাগে। যদিও তিনি এখন সুস্থ হওয়ার পথে। সম্ভবত ট্রাইসেপ্স ছাড়াও হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি।
অভিনেতার কাথায়, "এই আঘাত পাওয়া বা তার পর অস্ত্রোপচার করানো, এসবই আমরা যে কাজ করি, তার অংশ। অসামান্য চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলাম। এমন অস্ত্রোপচারের জন্য খুবই খুশি এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের তাঁদের ভালবাসা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ।" জানা গিয়েছে, সইফের স্ত্রী করিনা কাপুর খানও তাঁর পাশে ছিলেন হাসপাতালেই।
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
ফ্রেমবন্দি আরবাজ-সুরা; মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি
এক সপ্তাহ হল বিয়ে করেছেন অভিনেতা আরবাজ খান। রূপটানশিল্পী সুরা খান। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বোন অর্পিতা খানের বাড়িতেই বিয়ে সেরেছেন বলে জানা গিয়েছে। তবে বিয়ের পরে সে ভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি নবদম্পতিকে। সম্প্রতি বিমানবন্দরের বাইরে দেখা গেল আরবাজ এবং সুরাকে।
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
বাবা আরবাজের বিয়েতে নেচে গেয়ে আসর মাতালেন আরহান!
বাবার দ্বিতীয় বিয়ে। মজা, খুনসুটিতে মেতে ওঠার কোনও সুযোগই ছাড়লেন না আরবাজ খানের প্রথম পক্ষের ছেলে আরহান। ২০১৭ সালে মা মালাইকা আরোর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বাবার কাছেই থাকেন তিনি। বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতানোর দায়িত্ব নিজের হাতে নিলেন আরহান খান।
রবিবাসরীয় গোধূলি জমে উঠল বাবা-ছেলের যুগলবন্দিতে। নিকাহ হয়ে যাওয়ার পর আমন্ত্রিতদের জন্য এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে গান গেয়েছেন হর্ষদীপ কৌর। আর সেই মঞ্চেই আরহান গাইলেন বাবা আরবাজের সঙ্গে। মাইক তখন আরবাজের হাতে। হর্ষদীপের সঙ্গে তাল মিলিয়ে 'তেরে মস্ত মস্ত দো নয়ন…' গাইছেন 'দুলহে রাজা'। আচমকাই মঞ্চে উঠে আসেন আরহান।
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
ঐশ্বর্যাকে আনফলো করতেই বিচ্ছেদের জল্পনা; ইঙ্গিতপূর্ণ পোস্ট অমিতাভের
গত কয়েক মাস ধরে বচ্চন পরিবার নিয়ে চর্চা চলছে। পারিবারিক কলহ বাড়ছে। সম্প্রতি খবর ছড়িয়েছে, বিয়ের আংটিও খুলে ফেলেছেন অভিষেক। তার কয়েক দিনের মধ্যে ভাগ্নে অগস্ত্যের ছবি 'দি আর্চিজ়'-এর প্রিমিয়ারে ঐশ্বর্যার আঙুলে অনুপস্থিত ছিল তাঁদের বিয়ের আংটি। যদিও ছবির প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখে আশ্বস্ত হয়েছিলেন তাঁদের অনুরাগীরা। তবে তার এক দিনের মধ্যেই পুত্রবধূ ঐশ্বর্যাকে নিজের সমাজমাধ্যম থেকে আনফলো করে দেন অমিতাভ। বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় 'বিগ বি'। বলিসূত্রে খবর, ইনস্টাগ্রামের পাতায় পরিবারের সবাইকে অনুসরণ করলেও, ঐশ্বর্যাকে সেই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে ঐশ্বর্যার সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানা ধরনের প্রশ্ন। এ সব নিয়ে জল্পনার অন্ত নেই মায়ানগরীতে।
২০০৭ সালে বিগ বি-র পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্যা। তার পর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি 'বচ্চন বহু' হিসাবেও পরিচিতি পান তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বর্যার। আগে বিভিন্ন সময় তাঁদের বিচ্ছেদের জল্পনা শোনা গেলেও শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করেছেন তাঁরা। কিন্তু গত কয়েক মাস ধরে নাকি তাল কেটেছে বচ্চন পরিবারে। কিছুই নাকি আগের মতো আর নেই। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে নাকি মনোমালিন্য চরমে উঠেছে ঐশ্বর্যার। এমনকি, অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সমাজমাধ্যমের পাতায় সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার পরই অমিতাভ নাকি ঐশ্বর্যাকে বাদ দেন নিজের ইনস্টাগ্রাম থেকে। এই নিয়ে যখন জল্পনা চরমে, ফের পোস্ট দিলেন অমিতাভ। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিজের সাদাকালো ছবি দিয়ে লেখেন, "সব বলা-কওয়া শেষ… তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।" তবে কি ঐশ্বর্যাকে আনফলো করা নিয়ে যে চর্চা চলেছে, সেই প্রসঙ্গেই এমন ইঙ্গিতময় পোস্ট দিলেন বিগ বি?
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী!
জুন মাসে আচমকাই সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, বড় দাদা হতে চলেছে যুবান। বছর শেষেই এল খুশির খবর। বৃহস্পতিবার শুভ্রশীর কোল আলো করে এল দ্বিতীয় সন্তান।
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
'গদর ২-এর মতো উগ্র দেশপ্রেমের ছবি আদতে ক্ষতিকারক': নাসিরুদ্দীন শাহ
বক্স অফিসে জোরকদমে চলছে সানি দেওলের ছবি গদর ২। প্রায় ২২ বছর পর মুক্তি পেয়েছে সুপারহিট ছবি 'গদর'-এর সিক্যুয়েল। প্রথম ছবির থেকেও সিক্যুয়েলটি বেশি হিট, এক কথায় বলা চলে ব্লকবাস্টার। তবে এই ছবিকেই এবার 'উগ্র দেশপ্রেম' ও 'পিছিয়ে পড়া সংস্কৃতি' বলে কটাক্ষ করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গত ১১ অগস্ট মুক্তি পায় এই ছবি।
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
তৃতীয়বার মা হচ্ছেন করিনা; করিনার বেবি বাম্প নিয়ে ছবি ভাইরাল
এখন পর্যন্ত মোটামুটি বেশিরভাগ সেলিব্রিটি একাধিকবার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষত প্রথম সন্তান হবার দু-বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হচ্ছেন তারা। এই তালিকায় নিঃসন্দেহে বলা যায় করিনা কাপুর খানের কথা আগেই থাকবে। সাইফ আলি খানকে বিয়ে করার এক বছরের মধ্যেই প্রথম সন্তানকে জন্ম দিয়েছিলেন কারিনা। তৈমুরের জন্মের ঠিক ২ বছরের মাথায় আরও একবার সুখবর দিয়েছিলেন তিনি।
তবে এবার শোনা যাচ্ছে তৃতীয়বার সন্তানের মা হতে চলেছেন তিনি। ইতিমধ্যেই অভিনেত্রীর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাবে ভাইরাল হয়ে গেছে, যা দেখে অনেকেই কটাক্ষ করে অভিনেত্রীকে 'বাচ্চা তৈরি করার মেশিন' বলে কটাক্ষ করেছেন।
গত ৩১ আগস্ট ইশা আম্বানির বিউটি ব্র্যান্ড লঞ্চে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে উপস্থিত ছিলেন আরো নামি দামি তারকারা। সেখানেই ভিডিওটি রেকর্ড করা হয় এবং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ইশা আম্বানির বিউটি ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে কালো রঙের একটি স্ট্র্যাপলেস গাউন পরে ছিলেন করিনা কাপুর খান। এই পোশাকে রীতিমতো স্পষ্ট বোঝা যাচ্ছিল অভিনেত্রীর বেবি বাম্প। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা।
তবে নেট পাড়ায় অভিনেত্রীর মা হবার কথাটি আগুনের মতো ছড়িয়ে পড়লেও এই বিষয়ে কোন মন্তব্য করেননি তারকা জুটি। তাই এখনও এই বিষয়টি সঠিক কিনা তা বোঝা যাচ্ছে না। তবে তারকা যদি কোন মন্তব্য না করলেও বেবি বাম্প নিয়ে কিন্তু সকল মহলে অনেক কথাই তৈরি হচ্ছে। তবে এর আগেও অনেক গুঞ্জন শোনা গেছে করিনা কাপুর খানকে নিয়ে, যা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তাই এটিও মিথ্যা কি সত্য তা প্রমাণিত হয়ে যাবে কয়েক দিনের মধ্যে।
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
বিদেশে শ্যুট চলাকালীন আহত শাহরুখ খান!
লস অ্যাঞ্জেলসে শ্যুট চলাকালীন আহত শাহরুখ খান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নাকে চোট পেয়েছেন অভিনেতা। 'পাঠান'-এর পর আরও একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।
শুক্রবার, ২৬ মে, ২০২৩
৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে আশিস বিদ্যার্থীর!
৬০ বছর বয়েসে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বৃহস্পতিবার শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরালেন এই বর্ষীয়ান অভিনেতা।
প্রয়াত কিংবদন্তী বর্ষীয়ান বাঙালি অভিনেতা!
বিনোদন জগতে শোকের ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কেউ গাড়ি দুর্ঘটনায় তো কেউ আবার হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। হিন্দি থেকে ভোজপুরী, এমনকী হলিউডেও যেন তারকাদের মৃত্যু মিছিল সমানে চলছে। এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেই দুঃখের ছায়া। প্রায়ত কিংবদন্তী বর্ষীয়ান বাঙালি অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। সাদা-কালো ছবির যুগের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি।
বুধবার, ৩ আগস্ট, ২০২২
দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করেন আমির খান!
আমিরকে নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। যদিও সেইসব বিতর্কে কোনও দিন গুরুত্ব দেননি আমির খান। দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালবাসা ও সম্মান আছে তাঁর। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমনই দাবি করলেন আমির খান। আমির জানান, প্রতি সপ্তাহে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একবার অন্তত দেখা করেন তিনি। বলিউডে 'মিস্টার পারফেকশনিস্ট' তকমা পেয়েছেন আমির। তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তাঁর। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাঁদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে।