সংসদের দুই কক্ষে পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের জল গড়াল সুপ্রিম কোর্টে। ওই বিলটিকে চ্যালেঞ্জ করে শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জানালেন এক কংগ্রেস সাংসদ। এই বিলের ফলে মুসলিম সম্প্রদায় বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
২ দিনে ২৫ ঘণ্টার বেশি বিতর্কের পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার রাতে তা পাশ হয় লোকসভায়। আর পরদিন রাতে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়। বিলটি পাশের কয়েকঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ। তিনি বিহারের কিষাণগঞ্জের সাংসদ বলে জানা গিয়েছে।
তাঁর অভিযোগ, নতুন বিলটি সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমানাধিকার), অনুচ্ছেদ ২৫ (ধর্মাচরণের স্বাধীনতা), অনুচ্ছেদ ২৬ ( ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), অনুচ্ছেদ ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং অনুচ্ছেদ ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করছে এই বিল।
কংগ্রেস এই সাংসদের হয়ে সুপ্রিম কোর্টে আবেদনটি করেছেন আইনজীবী আনাস তানবীর। আবেদনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, এই বিলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন