নিয়োগ মামলা ঘিরে আলোড়ন শুরু হয়েছিল তাঁর এজলাস থেকেই। এ বার তাঁর কাছেই আইনি পরামর্শের জন্য যাচ্ছেন চাকরিহারাদের একটা বড় অংশ। প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার দুপুর ৩টেয় তাঁদের বৈঠক। নেতাজি ইন্ডোরের মঞ্চে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি পড়ে শুনিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের বড় অংশ। সেখানেও তাঁরা জানিয়েছিলেন, তাঁরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করছেন। তাই তাঁদের এক জন দক্ষ আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া হোক। সেই আবহেই এ বার আইনি পরামর্শ নিতে প্রাক্তন বিচারপতি অভিজিতের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন চাকরিহারাদের একটা বড় অংশ। বলে রাখা ভাল, সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে এঁদের সামনের সারিতে দেখা যায়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ বলেন, "ওঁরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমাকে কয়েক জনের নামের তালিকাও পাঠানো হয়েছে। সরাসরি কোনও আইনি পরামর্শ দিতে না পারলেও ওঁরা পরবর্তী কী পদক্ষেপ করতে পারেন, সে বিষয়ে আমার দলের নির্দেশ অনুযায়ী কথা বলব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন