প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে ২০১৬ সালে এসএসসি দিয়ে হাইস্কুলে চাকরি পেয়েছিলেন অনেকেই। হাওড়া জেলার এমন ৬০ জন চাকরিহারা শিক্ষক আবার প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে ইতিমধ্যে আবেদন করেছেন। ইতিপুর্বেই এঁদের মধ্যে ২৫ জন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে লিখিত আবেদন করেছিলেন। এপ্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বললেন, "রাজ্য শিক্ষা দপ্তর যদি এঁদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয় তাহলে সেই প্রক্রিয়া শুরু করবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।" তিনি আরও বললেন, "চাকরি হারানো শিক্ষক যাঁরা আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন এরকম অনেকেই আবার প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিতে ফিরতে চাইছেন। এই সংখ্যাটা আপাতত ৬০, এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে হচ্ছে আমাদের।"
প্রসঙ্গত, চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে, 'যোগ্য' শিক্ষক যাঁরা চাকরি হারাচ্ছেন তাঁরা যদি শিক্ষকতার চাকরি করার আগে অন্য কোনও সরকারি চাকরি করতে করতে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি পান তাহলে তাঁরা আবার তাঁদের পুরনো সরকারি চাকরিতে ফিরতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন