আমরা পয়লা বৈশাখ পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে আমরা মুখ্যন্ত্রীর সঙ্গে বৈঠকের ডাক না পেলে আমরা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেব।' সাংবাদিক বৈঠক করে এদিন কার্যত এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা। এর পাশাপাশি এপ্রিলের ২১ তারিখ নবান্ন অভিযানের ডাকও দিয়ে দিলেন। পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের ডাকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এক ছাতার তলার এসেছে গিয়েছে চাকরিপ্রার্থীদের ১২-১৩টি মঞ্চ। তাঁরাই সম্মিলিতভাবে এই অভিযানের ডাক দিয়েছেন।
এদিন নেতৃত্বের একটা বড় অংশ বারবার প্রশ্ন তোলেন সরকারের উদাসীনতা নিয়ে। সাফ বলছেন, "আমরা এখনও মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি। আর কত দিন!" খানিক ক্ষোভের সুরেই এদিন তাঁদের বলতে শোনা যায়, "সব চাকরিপ্রার্থীদের নিয়োগ আইনই জটিলতার কারণে আটকে নেই। সরকার চাইলেই সমাধান সম্ভব। শুধু বৈঠক নয়, বৈঠকের মধ্যে দিয়ে সমাধান চাই।" এখানেই না থেমে তাঁরা ৭ তারিখের বৈঠকের প্রসঙ্গও উঠে আসে এদিনের সাংবাদিক বৈঠকে। খানিক হতাশার সঙ্গেই তাঁদের বলতে শোনা যায়,"আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, সে কারণে আমাদের প্রত্যেকটা দিন ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয়। আমরা বেকার ভাতা চাই না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন