দাম বাড়ছে রান্নার গ্যাসের। আগামিকাল (মঙ্গলবার) থেকেই সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প এবং সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের রান্নার গ্যাসের দাম বাড়ছে। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেন। দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫৩ টাকা। আর সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা। এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে। হরদীপ সিং পুরী এদিন সাংবাদিক বৈঠকে জানান, ২-৩ সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন