একশো দিনের কাজে দুর্নীতি, আর তাতে বাংলার চার জেলা থেকে ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কেন্দ্র কেন মনরেগা প্রকল্প (একশো দিনের কাজ) বন্ধ রেখেছে, কলকাতা হাইকোর্টের এই প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্র। তিন সপ্তাহ অর্থাৎ ১৫ মে-র মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাংলার তরফ থেকে অভিযোগ উঠেছে, একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। একশো দিনের কাজে বাংলার একাধিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির তথ্য খাড়া করেছিল কেন্দ্র। তদন্তে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল বলে আদালতে জানান কেন্দ্রের এডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। চলতি বছরের ২০ মার্চ নোভাল অফিসার রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টে জানান, হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময় রাজ্যের মোট চারটি জেলা- পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং জিটিএ- এরিয়া পরিদর্শন করে একশো দিনের কাজের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেয়েছেন। এই চার জেলা থেকে মোট ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একশো দিনের প্রকল্পে দুর্নীতি মামলার শুনানি ছিল এই মামলায় এদিন প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, দুর্নীতি হয়ে থাকলে কেন্দ্রের সংস্থা পদক্ষেপ করতে পারে। কেন্দ্রকে এক্ষেত্রে কেউ আটকে রাখতে পারবে না। এই অর্থ প্রকৃত প্রাপকদের দ্রুত বন্টনেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন