এবার বাড়ি বদলাচ্ছে সিবিআই। আর নয় নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স। এবার থেকে ঠিকানা বদলাচ্ছে সিবিআই। নতুন ঠিকানা নিউটাউন। নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নতুন অফিসে বসে তদন্ত শুরু বাংলা নববর্ষ থেকেই। ১৪ তলা ওই বহুতলের ৪টি তলেই হচ্ছে নতুন সিবিআই অফিস। নতুন অফিসে সিবিআই অফিস সরায় এতদিন পর এবার এক ছাতার নিচে আসতে চলেছে কলকাতা ব্রাঞ্চের সব শাখা। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB ), ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ (EOB) এবার থেকে এক অফিস থেকেই কাজ করবে। গত কয়েকদিন ধরেই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সিবিআই অফিসার থেকে সব স্তরের কর্মীরা ব্যস্ত নতুন অফিস গোছাতে। সব জিনিসপত্র যাতে নতুন অফিসে যায় তা নিশ্চিত করার কাজ চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন