ভরা বসন্তে বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। দোল মিটলেই সপ্তাহান্তে গরমে পুড়বে গোটা দক্ষিণবঙ্গ সহ বেশকিছু জেলা। চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে চার জেলা- বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। কলকাতার পারদ ইতিমধ্যে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দোলের আগের দিনই ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে পারদ। পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন