স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের তলব করেই বুধবারের ঘটনায় কী শাস্তি, তা জানাবে সংসদ। বুধবার মালদহের চামাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ কাণ্ডে এমনই বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই সাত জন ছাত্রকে চিহ্নিত করেছে সংসদ। যারা বুধবারের ঘটনার সঙ্গে যুক্ত। সংসদ সূত্রে খবর, মোট ১১ থেকে ১২ জন পড়ুয়া ছিল এই ঘটনার সঙ্গে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই সেই পড়ুয়াদের কলকাতায় ডেকে পাঠাবে সংসদ। এর পাশাপাশি কামদিতলা হাই মাদ্রাসা সংশ্লিষ্ট স্কুল কর্তাদেরও ডেকে পাঠাচ্ছে সংসে। পড়ুয়াদের পাশাপাশি স্কুলের বিরুদ্ধেও শাস্তি মূলক পদক্ষেপ নিচ্ছে সংসদ। তাদের সামনেই জানানো হবে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পড়ুয়াদের পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে চলেছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর এমন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন